অনাহারি মানুষের নিকট রাজনীতি অর্থহীন স্বাধীনতা মূল্যহীন ১৬৮
অনাহারি মানুষের নিকট রাজনীতি অর্থহীন স্বাধীনতা মূল্যহীন ।আসুন সবাই মিলে দেশে বিনিয়োগ করি । যার যা আছে তাই নিয়ে কল কারখানা , কোম্পানি গড়ে তুলি দেশের মানুষের কাজের ক্ষেত্র তৈরি করি । সবাই কাজ চায় সন্মানের সাথে বাচতে চায় । এ দায়িত্ব আপনার আমার সকলের । কোন দেশের সরকারিই সবাইকে চাকরি দিতে পারেনি কোনোদিন পারবেউনা । আমি শুরু করেছি আপনারাও আসুন