অনুপ্রেরণা…  ১১৪

অনুপ্রেরণা…  ১১৪

শ্বশুরের মেয়ে বিয়ে করে জামাই বাবু কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়েছে। শত শত মাস্টার্স এমবিএ করা যুবক তাকে স্যার স্যার করছে। এখানে যোগ্যতা খুঁজতে আসবেন না, মেয়ের জামাই, এটাই সবচেয়ে বড় যোগ্যতা
ভবঘুরে ছেলে কোন রকম সার্টিফিকেট একটা অর্জন করে বাবার প্রতিষ্ঠানের এক্সিকিউটিব ডিরেক্টর। সে ভুলে হাঁচি দিলে তিনজন টিস্যু এগিয়ে দেয়। একজন জোরে চিল্লাইয়া বলে, আদা লেবু দিয়ে চা দেস না কেরে দ্রুত! ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলে, ” স্যার আপনার রেস্ট নেওয়া দরকার !”
সেখানে ছেলে হয়ে জন্মগ্রহণ করাটা সবচেয়ে বড় যোগ্যতা ! পৃথিবীতে অযোগ্যরাই সবচেয়ে বড় যোগ্য হয়ে যায় একদিন। মন্ত্রীর ছেলে এমপি হতে বাবা-ছেলের সম্পর্কই যথেষ্ট !
পৃথিবীতে অনেকে যোগ্য হয়ে জন্মগ্রহণ করে, আবার কেউ জন্মে তারপর যোগ্য হয়। কেউ আবার যোগ্য হতে গিয়ে নিঃশেষ হয়ে যায়।
খেলার মাঠ কারো জন্য কন্টকাককীর্ণ, কারো জন্য এবড়োথেবড়ো, কারো জন্য সমতল, আবার কারো জন্য থাকে পুষ্পসজ্জিত।
হোটেল রেডিসনও কারও কাছে পানি ভাত খাওয়ার মত জায়গা। কাশি হলে তারা ছুটে যায় সিঙ্গাপুর, আর সর্দি হলে থাইল্যান্ড। এটাই তাদের জীবন-যৌবন।
দৌড়ে লাল ফিতা ছুঁতে পারা!
কেউ 10 মিটার দৌড়ালেই হয়ে যায়, কেউ 20 মিটার, কেউবা 100। আবার কেউ সহস্র, লক্ষ মাইল দৌড়ালেও লক্ষ্ ছুঁতে পারে না. 😎😎🤔
আপনদোকান
Collected from- Mohammad Faisal Bhuiyan‎

Join The Discussion

Compare listings

Compare