অভিযোগ আছে দেশের বেশিরভাগ সেক্টরে স্বজনপ্রীতি ও ঘুষ ১৫৬
অভিযোগ আছে দেশের বেশিরভাগ সেক্টরে স্বজনপ্রীতি ও ঘুষ খেয়ে অযোগ্য লোকেদের নিয়োগ হচ্ছে । তার মানে বর্তমানে বেকার স্টাটাসে অনেক সৎ , পরিশ্রমি , সাহসি ও যোগ্য লোক আছে যারা কাজের যোগ্য কিন্তু কাজ পাচ্ছে না । গত কয়েক দিন আগে Real Estate Sales এ কয়েকজন অফিসার নিয়োগ দেয়ার জন্য জব পোষ্ট করলাম যেখানে কোন যোগ্য বেকার পেলাম না । কয়েকজন পেলাম যাদের খুব টাকা দরকার কিন্ত কমিশনে কাজ করবে না । মাসে 20 হাজার হলেই খুশি কিন্ত কমিশনে লাখ টাকা আয়ের সুযোগ থাকলেও ভয়ে হাত পা কাঁপছে । এরা কেন সাহস করতে পারেনা যে তারাও পারবে মাসে লাখ টাকা ইনকাম করতে । কাজের কথা শুনলে এদের শর্দি জ্বর আসে , আত্ববিশ্বাস দেখলে করূনা হয় । ইউরোপ আমেরিকাতে শিক্ষিত মানুষেরা কিভাবে নিজের হাতে সব কাজ করে দেখলে এদের ডায়াবেটিস ধরবে নিশ্চিত । কলেজ ইউনিভার্সিটি এদের কি শিখিয়েছে ? শিক্ষিত মেরুদন্ডহীন যুবকদের সার্টিফিকেট দেশ ও জাতির এমনকি তার নিজের জন্য কি কল্যাণ বয়ে আনবে ?? মনে প্রশ্ন জাগে । আমি কি ভুল বললাম ??