অভিযোগ করে, কেউ তাকে সম্মান বা যথাযথ মূল্যায়ন করে না। ১৫৮

অভিযোগ করে, কেউ তাকে সম্মান বা যথাযথ মূল্যায়ন করে না। ১৫৮

কিছু লোক সারাক্ষণ শুধু অভিযোগ করে,
কেউ তাকে সম্মান বা যথাযথ মূল্যায়ন করে না।
তাদের জন্য এই লেখাটা –
এক জ্ঞানী ব্যক্তি মাটি থেকে একটি পাথর তুলে একটি পাথরের স্তূপে ফেলে দিলেন। তারপর সে-লোককে বললেনঃ-‘পাথরের স্তুপ থেকে আমার ফেলে দেওয়া পাথরটি খুঁজে বের কর।’
লোকটি পাথর খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু হাজার হাজার পাথর থেকে ওই নির্দিষ্ট পাথরটি আলাদা করতে পারল না।
এরপর জ্ঞানী লোকটি এক টুকরা স্বর্ণ পাথরের স্তুপে ফেলে দিলেন।
তিনি বললেনঃ- এবার স্বর্ণের টুকরাটি খুঁজে বের কর।’
লোকটি অনায়াসে স্বর্ণের টুকরাটি পাথরগুলো থেকে আলাদা করে ফেলল।
এবার জ্ঞানী লোকটি বললেনঃ-
‘দেখ, তুমি যখন স্বর্ণের মতো মূল্যবান হবে, তখন লোকে তোমাকে সহজেই চিনে নেবে এবং তোমার মূল্যায়ন করবে। কিন্তু ‘পাথর’ হয়ে তুমি কখনোই স্বর্ণের মতো গুরুত্ব পাবে না।
যদি তুমি অন্যের কাছে মূল্য পেতে চাও, অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চাও, তবে নিজেকে সেভাবে গড়ে তোলো। অযথা অভিযোগ করে কোনো লাভ নেই।’
অসংখ্য পাথরের মাঝে স্বর্ণের মতো হলে তোমাকে চেনা যাবে, পাথরের মতো হলে নয়।
—সংগৃহীত।

Join The Discussion

Compare listings

Compare