আজকের বিষয় – মেয়েদের বিয়ের সঠিক বয়স কত ? ৭৭
এখন মেয়েরা শিক্ষিত হচ্ছে, জব করছে , বিজনেস করছে , নিজের পায়ে দারাচ্ছে , পরিবার ও সচেতন হচ্ছে তাই নাবালিকা মেয়েদের বিয়ে দেয়া অনেক কমেছে, মেয়েরা এখন দেরিতে বিয়ে করছে । আপাত দৃষ্টিতে এটা সমাজের জন্য ইতিবাচক মনে হলেও বাস্তবে শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়েরা বিয়ে করতে যেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা খুব একটা সুখকর না ।
#অল্পশিক্ষিত পাত্র — এখন ও দেশের সবাই সেই ভাবে শিক্ষিত হতে পারছে না অল্প বয়সে কর্মজীবন শুরু করেছে সেই সব ছেলেরাও বিয়ের জন্য যখন মেয়ে খুজে তারাও খুব বেশি পড়া যানে এমন মেয়ে খুজে না বা অনার্স মাস্টার্স পাস মেয়েরা এমন ছেলেদের বিয়ে করতে চায় না অর্থাৎ এই শিক্ষা বঞ্চিত চেলেরাউ যে সব মেয়েদের বিয়ে করছে তাদের বয়স ও কখনই ২০ এর উপরে না ।
#শিক্ষিত ও প্রতিষ্ঠিত পাত্র — সাধারণত একটি ছেলে অনার্স, মাস্টার্স শেষ করতেই প্রায় ২৫ বছর হয়ে যায় । অনেক চেষ্টা করে জব বা কোন একটা বিজনেস শুরু করে ২/৩ বছর আয় করে একটু বিয়ের জন্য কিছু সঞ্চয় করে মেয়ে খুজা শুরু করলে দেখা যায় যে চেলের বয়স প্রায় ২৮/৩০ এর আসে পাশে চলে গেছে । মেয়ে খুজতে গিয়ে দেখা যায় বেশিরভাগ এমন প্রতিষ্ঠিত ছেলেরা বিয়ের জন্য ইন্টার পাস বা অনার্স পরে এমন মেয়ে খুজছে যাদের বয়স ২০ এর মধ্যে ।
#বয়স্ক পাত্র —– সাধারণত আগেকার দিনে দেখা যেতে অনেক জায়গা জমি ওয়ালা বয়স্ক লোকের বউ মারা গেলে যখন নিকাহ করত তখনও খুব ইয়াং মেয়ে খুজত প্রয়োজনে জমি লিখে দিত বউয়ের নামে কিন্তু এমন মেয়ে খুজত যার বয়স ২০ এর নিচে এটা এখনও আমাদের সমাজে বিদ্যমান ।
আমার নিজ গ্রামেই কয়েকটা বড় আপু আছে যাদের চেহারাউ বেশ সুন্দর, পরিবারও ও বেশ সচ্ছল কিন্তু শুধু একটু বয়স বেড়ে যাবার কারনে বিয়ের ক্ষেত্রে তারা চরম সমসসায় পরেছে । কারন যে ছেলেদের বয়স কম তারা তার চেয়ে বড় মেয়ে বিয়ে করছে না আবার যে ছেলের বয়স ৩০ বা এর আসে পাশে সেও বিয়ের জন্য তার সমবয়সী মেয়ে না খুজে বেসিরভাব সময় খুব ইয়াং মেয়ে খুজছেন ফলে যে মেয়েদের বয়স ২৫ বা ৩০ তাদের পাত্র খুজে পেতে বেগ পেতে হচ্ছে । কিন্তু বাস্তবে একটা মেয়ে যদি মাস্টার্স শেষ করে একটা জবে ঠুকে ২/৩ বছর জব করে তার পরিবারকে একটু সাপোর্ট দেয় বা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে সে মেয়ের বয়স এমনিতেই ২৫ পার হয়ে যাচ্ছে । আসলে এই মেয়েগুলো অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছে নিজে কাজ করছে পরিবার ও দেশের জন্য অর্থনৈতিক অবদান রাখছে কিন্তু বিয়ের সময় তারা মারাত্মক ভাবে অবহেলিত । নিজে প্রতিষ্ঠিত ও যোগ্য হতে গিয়ে বিয়ের সময় অযোগ্য হয়ে পরছে তবে এই অবস্থায় থেকে উত্তরনে কি করা উচিৎ ?
তাই আপনাদের কাছে আমার প্রশ্ন
১। মেয়েদের বিয়ের সঠিক বয়স (২০,২৫,৩০ এর মধ্যে ) কত হউয়া উচিৎ ?
২। এ পরিস্থিত্তে মেয়েদের বা তাদের পরিবারের করনিও কি ?
৩। শিক্ষিত ও প্রতিষ্ঠিত হতে গিয়ে নিজে বিয়ের বাজারে অবহেলিত হবে ?
৪। মেয়েরা কি তবে ২০ এর মধ্যই বিয়ে সেরে ফেলবে ?