আজকের ৩০% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। ২৭
আজকের ৩০% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি “চতুর্থ শিল্প বিপ্লব”-এর যুগে। অর্থনীতির সিস্টেম বোদলে যেতে শুরু করেছে । বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিকদের টোপকে গিয়ে আইটি সেক্টরের উদ্যোক্তাগণ শীর্ষ বিত্তবানদের তালিকায় চলে আসছেন ।
আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান-
UBAR কেবলমাত্র একটি Software-এর নাম। না, এদের নিজস্ব কোন গাড়ি নেই। তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি-ভাড়ার কোম্পানি হল উবার।
Amazon একটি নামের অনলাইন শপিং বিজনেস। আজ এর মালিক জেফ বেজোস পৃথিবীর ১নং ধনী।
Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে।
সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপডেট করে নিন । যুগের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করতে না পারলে যুগ ও আপনাকে গ্রহণ করতে প্রস্তুত নন আপনাকে অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেবে ।