আধুনিক রাষ্ট্রে কারও হাতে যদি বিশ হাজার কোটি টাকা থাকে,সে মোটামুটিভাবে একজন দেবতা হয়ে যায়। ২৮
আধুনিক রাষ্ট্রে কারও হাতে যদি বিশ হাজার কোটি টাকা থাকে,সে মোটামুটিভাবে একজন দেবতা হয়ে যায়।আপনার লাইফ নিয়ে যা ইচ্ছা তাই করা তার কাছে কোন ঘটনাই না।
উদাহরন দেই,নগদ উদাহরন।
সাপোজ,আমার বিশ হাজার কোটি টাকা আছে।
আমি একটা টিভি চ্যানেল,একটা না,তিন চারটা টিভি চ্যানেল কিনে ফেললাম বা দিলাম।
ওদিকে সরকারের বিভিন্ন পর্যায়ে কিছু পয়সাপাতি খরচ করে একটা বিশাল ফুড ফ্যাক্টরি দিয়ে ফেললাম।
ফুড ফ্যাক্টরির কাচামালের জন্য অলরেডি বিশাল জমি কিনে রাখা আছে।সেখানে আমি কাচামাল প্রোডিউস করলাম।ইচ্ছামত সার আর কীটনাশক দিয়ে যে কাচামাল প্রোডিউস হল তা মোটামুটি এক ধরনের বিষ।
এখন,মোটামুটি ভাল রকম টাকা পয়সা ঢেলে আমি দু-চারজন টপ ক্লাস বিজ্ঞানীকে কাত করে ফেললাম,তারা রেফার করলো আমার ফ্যাক্টরির প্রোডাক্টের চাইতে হেলদি কিছু হতেই পারে না।
আমার টিভি চ্যানেলগুলো তা ফলাও করে প্রচার করলো।সাথে বিজ্ঞাপন তো আছেই।
লোকজন আমার প্রোডাক্ট লাইন দিয়ে কিনতে থাকলো,আপনিও কিনলেন।ব্যস,এই তো চাই।
আপনার ডাবল ডাবল লাভ হল।ওদিকে জনগন অসুস্থ হল ডাবল ডাবল অনুপাতে।তবে শর্ট টার্মে না,লং টার্মে।ধরেন আমার প্রোডাক্ট খেয়ে ছয় বছর পর আপনার ক্যান্সার হল।অথবা লিভারের ১২টা বাজলো।
আপনি টেরও পেলেন না।
এদিকে,আমি এই ছয় বছরে আপনার কাছ থেকে লাভ করা টাকা দিয়েই মেডিক্যাল সেক্টরে ইনভেস্ট করেছি।আমার পাচ সাতটা হসপিটাল আছে।অসুস্থ হয়ে আপনি আমার হসপিটালেই ভর্তি হলেন।
ভর্তি হবার পর আপনাকে আমি সুন্দর পরিবেশ দিলাম,হসপিটালকে আপনার বেহেস্ত মনে হল,হট ফিগারওয়ালা আমার নার্সদের আপনার মনে হল হুর।
তারা আপনার সেবা যত্ন করলো।আমার হসপিটাল থেকে বের হয়ে নিশ্চয়ই আপনি আমার বদনাম করবেন না??
কিন্তু এই সবকিছুই আমি আপনার টাকা দিয়ে করেছি।
আমি আপনার জমি কিনেছি,আমি আপনার জমির মাটির গুনাগুন পার্মানেন্টলি নষ্ট করেছি,আমার পেস্টিসাইডস আর ফার্টিলাইজার নদীর পানি আর বায়ুমণ্ডলের বাতাস দুটোরই সাড়ে সর্বনাশ করেছে,সাথে আমার প্রোডাক্ট তো আছেই,তিনটা মিলে আপনাকে আমি অসুস্থ করেছি,এবং তারপর আপনি যে টাকা দিয়ে আমার খাবার কিনেছেন তার লাভ থেকে আমি আপনার জন্যই হসপিটাল বানিয়েছি এবং সেই হসপিটালেই আপনাকে ভর্তি হতে হয়েছে।
দিস ইজ ক্যাপিটালিজম।
মানুষ সবসময় আল্লাহ-গড-ঈশ্বর খোজে।
যখন থেকে দুনিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মানুষ স্রষ্টার প্রাসঙ্গিকতা অস্বীকার করেছে,সেদিন থেকে সে মুক্ত হয়ে গেছে,সে নাস্তিক হয়ে গেছে বিষয়টা মোটেই তা নয়।
বরং সে আগের প্রভুর বদলে নতুন প্রভুর উপাসনা করার কালিমা পড়েছে।
সেক্যুলারিজমের এটাই ধাপ্পাবাজি।
সে মোটেই ঈশ্বরহীন নয়।তার ঈশ্বর দুটি।
১)টাকা,২)রাষ্ট্র।
সেক্যুলারিজমের এই দুই খোদার মধ্যে যুদ্ধও হয়।খালি চোখে তা সবসময় দেখা যায় না।
Courtesy: The man.
FROM FB WALL OF -VDebprosad Karmoker Palash
May 27 at 6:16pm