আপনি কিভাবে বুঝবেন যে আপনি সফল হতে চলেছেন ?

আপনি কিভাবে বুঝবেন যে আপনি সফল হতে চলেছেন ? ৩৭

যখন দেখবেন –

১। মানুষ আপনার সমালোচনা করছে, কেউ আপনার পক্ষে কেউ আবার বিপক্ষে কথা বলছে । অচেনা মানুষজন আপনাকে চিনতে শুরু করছে । আপনার নতুন শত্রু ও নতুন ভক্ত বা বন্ধু তৈরি হচ্ছে ।

২। আপনার চিন্তা, কথা ও কর্মে মানুষের সত্যিকারের কল্যাণ হচ্ছে এবং অনেকে অনুপ্রাণিত হচ্ছে । মানুষ আপনাকে ভালবাসছে, আপনার মত হতে চাচ্ছে ।

৩। আপনার নাম্বার, ফেসবুক আইডি চাচ্ছে, আপনার সাথে ছবি তুলতে চাচ্ছে, আপনার সম্পর্কে জানতে চাচ্ছে ।
৪। লোকজন পরামর্শের জন্য আপনার কাছে আসছে এবং পরামর্শ অনুযায়ী তাদের নানা সিদ্ধান্ত নিচ্ছে ।
৫। আপনার ব্যাস্ততা দিন দিন শুধুই বাড়ছে, মানুষ জটিল ও গোপন সমস্যা গুলো আপনাকে বিশ্বাস করে অবলীলায় বলে দিচ্ছে ।

আর তেমন কিছু এই মুহূর্তে মনে করতে পাচ্ছি না । আপনাদের মতে একজন মানুষ সফল হলে কি কি পরিবর্তন বা লক্ষন দেখা যায় আপনাদের নিজের মত কমেন্টে লিখতে পারেন আমি আপনাদের কমেন্ট পড়ে নতুন কিছু শিখতে পারব নিশ্চয় ।

Join The Discussion

Compare listings

Compare