আপনি খুব সহজ, সরল, সাধারন জীবন যাপন করেন । ৯৪

আপনি খুব সহজ, সরল, সাধারন জীবন যাপন করেন । ৯৪

আপনি খুব সহজ, সরল, সাধারন জীবন যাপন করেন । সকলের কথা মনোযোগ দিয়ে শুনেন, কেউ চাপা মারলে বুঝতে পারেন কিন্তু সেটা বলেন না তাকে যে আপনি তার সব ফাকাবুলি বুঝেতে পাচ্ছেন । লোকের প্রসংসা করেন তাদের খারাপ দিক নিয়ে কথা বলেন না আর উচিৎ কথা বলার অভ্যাস একদম নাই । দেখা হলেই হাসি মুখে সবার সাথে কথা বলেন নিজের হাত বাড়িয়ে হ্যান্ড সেক করেন । আর সবার সাথে খুব আন্তরিক্তার সাথে মেলা মেশা করেন , আপনাকে বলছি –

১- লোকে আপনাকে ভয় পায় না ।
২- আপনাকে তুলনা মুলক বোকা বা সরল মনে করে ।
৩- সব চিটার বাটপার মনে করে আপনাকে ঠকানো সহজ । .
৪- আপনাকে বলা উচিৎ না লোকে তেমন কথা বলে ।
৫- দুর্বল মানুষও আপনার সামনে সবলের ভান ধরে ।
৬- লোকে আপনার সাথে মিছে ভাব নেয় ।

খুব জ্ঞানী বুদ্ধিমান, ও উপর মহলে আপনার মূল্য অনেক হলেও সমাজের বেশীর ভাগ গাধা সম্প্রদায়ের মধ্যে আপনার সম্পর্কে উপরে উল্লেখিত ইমেজ বিরাজ করছে ।

সুতরাং –

মাঝে মাঝে এই গাধা সম্প্রদায়কে ইচ্ছেমত ঝারি দিন তাকে বুঝিয়ে দিন যে তুমার চেহারা দেখলে আমি বলতে পারি- তুমি আমাকে কি বলবা ? তোমার কথা শুনে বুঝতে পারি যে – তুমি কেন এসব বলছ ?
আর চাপাবাজ মিত্তাবাদিদের বলে দিন এসব গল্প আমার সামনে না করতে । আপনি যে লেভেলের সেই লেভেলের মন মগজের মানুষের সাথে মিসুন আর বাকিদের বুঝিয়ে দিন আপনার মূল্য কত । সস্তা মানুষদের সাথে গল্প আড্ডা একদম বন্ধ করে দিন । পরিবর্তনটি ৩ মাসের মধ্যেই ফিল করবেন ।

লিখেছেন – Khandokar Rob

Join The Discussion

Compare listings

Compare