আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে, প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন। ১০১

আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে, প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন। ১০১

আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে, প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন। এক ভদ্রলোক যিনি একজন নামজাদা স্থপতি উঠে বেশ দর্প আর তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে উঠলেনঃ লিংকন তোমার ভুলে যাওয়া উচিত হবেনা যে তোমার বাবা আমার পরিবারের জন্য জুতা তৈরী করতো। সমস্ত সিনেট বিস্ময়ে হতবাক হয়ে গেলো। কেউ কেউ বিদ্রুপের হাসি হাসলো।

কিন্তু লিংকন নির্বিকার। তিনি লোকটির চোখে চোখ রেখে স্পষ্ট করে বললেন, দেখুন আমি খুব ভালো করেই জানি, আমার মহান পিতা আপনাদের পরিবারের জন্য জুতা তৈরী করতেন।

শুধু আপনার কেনো, এখানে এরকম অনেকেই আছেন, যার পরিবারের জন্য বাবা জুতা তৈরী করতেন। কিন্তু তাতে কি? আপনার কোন নির্দিষ্ট অভিযোগ আছে? কারন আমি জানি এবং বিশ্বাস করি আমার বাবা যে কাজটি করতেন তা বেশ দরদ দিয়েই করতেন। শুধু গ্রহীতার সন্তষ্টির জন্য নয়, তার নিজের সন্তষ্টির জন্যেও। তিনি এক অদ্ভুত নির্মাতা ছিলেন। আজ পর্যন্ত তার কাজের মান নিয়ে কোন প্রশ্ন উঠেনি বা কেউ অভিযোগ করেনি।

আপনার যদি নির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাহলে বলুন আমি আপনার জন্য আর এক জোড়া জুতা তৈরী করে এনে দিতে পারি।উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে লিংকন এই কথাগুলো এতো সহজ এবং সাবলীল আর দৃঢ় ভঙ্গিতে বললেন যে, সবাই বিষ্মিত হয়ে গেলো।
লিংকনের এই জায়গায় যদি আমি বা আপনি হতাম, তাহলে সেই মুহুর্তেই ওই ভদ্রলোককে প্রেসিডেন্ট ভবন থেকে বের করে দিতাম।অথবা ফাঁসিতে ঝুলিয়ে দিতাম।

কিন্তু লিংকন তা করেননি। বরং তিনি খেপে না গিয়ে বিষয়টিকে পুরোটাই উনার ফেভারে নিয়ে এসেছেন শুধুমাত্র উপস্থিত বুদ্ধি ও মাথা ঠান্ডা রাখতে পারার কারনে। আর এখানেই হচ্ছে সাধারণ মানুষ আর বিখ্যাত মানুষের মধ্য তফাৎ।

( সংগৃহীত> সুত্রঃ আনসারী ভাই।)

Join The Discussion

Compare listings

Compare