আমি কেন বেকার থাকি না ? কেন কোনদিনই আমি বেকার ছিলাম না ?
আমি সবসময় কাজ হুজে পাই ফলে আমি কখনই বেকার থাকি না । আমার বেকার না থাকার রহস্য কি ? চলুন কিছু কৌশল শেয়ার করি যে কারনে কখনই আমাকে বেকার থাকতে হয় না ।
১। আমি যে কোন কাজ করতে প্রস্তুত –
আমি যখন যে অবস্থায় যে এলাকায় অবস্থান করেছি তখন সেই অবস্থায় সেখানে যে কাজ পাওয়া গেছে আমি সেই কাজ করার জন্য প্রস্তুত ছিলাম । কখনই আমি মনে করি না যে আমি এই কাজ পারব না । আমি বিশ্বাস করি মানুষ যে কোন কাজ করতে পারে । যে কাজ অন্য কেউ করতে পারে সে কাজ আমিও পারব । না পারার কোন কারন নাই । আপনি আপনার এলাকায় ব্যাংক জবটি না পেলেও এই মুহূর্তে আপনার এলাকার হোটেল বয়ের কাজটি খুব সহজেই পেতে পারেন । এই মন মানসিকতা থাকার জন্য আমাকে কখনই কাজ খুজে পেতে সমস্যা হয় না । কারন যখন যে কাজ পেয়েছি সেই কাজি আমি করেছি তাই কখনই বেকার থাকতে হয় নি ।
২। কারো কোথায় কান দেই না –
“এই বিজনেস করলে লোকে কি বলবে ? এই কাজ করলে লকে কি বলবে ? লকে দাম দেবে না । মানুষ ছোট মনে করবে । “ এই কথা গুলো আমার মাথায় কখনও পাত্তা পায় না । লোকের কোথায় কান দেয়ার সময় আমার নাই– প্রয়োজন ও নাই । আমি না খেয়ে থাকলে সমাজ আমাকে খেটে দেবে না । আমার পকেটে টাকা না থাকলে কেউ আমাকে ২ টাকা দেবে না । এই সমাজ শুধু সমালোচনা করতে জানে । এই সমাজকে খুব ভাল করে আমার চেনা হয়ে গেছে । তাই সমাজের কে কি বলল এসব ভেবে নিজের মূল্যবান সময় আমি নষ্ট করি না । জিবনের প্রয়োজনে যখন যে কাজ পাই আমি সেই কাজ করে যাই আর লোকের কোথায় উশটা মারি ।
৩। কোন কাজকেই ছোট মনে করি না –
আমি জানি আমি কি করছি । আমার নিজের একটা মাথা আছে আমি জগতে কন্তা ভাল আর কন্তা মন্দ খুব সুন্দর বুঝি । কি করা ঠিক আর কি করা ঠিক না এসব কারো কাছে গিয়ে আমার সুনে আসতে হবে না । আমি ১০০ তে ১০০ আত্মবিশ্বাসী । আমি জানি কাজ কখনই কাউকে ছোট করে না । কাজে কোন লজ্জা নাই । লজ্জা বেকারত্তে , লজ্জা দারিদ্রে । আমি জানি বিজনেসের কোন ছোট বড় নাই সব বিজনেস সম্মানের সব বিজনেসে টাকা আছে আমি কোন বিজনেস করতে পারি সেটাই আসল কথা । আপনি একবার সাহস করে আমার মত নিজের উপর বিশ্বাস আনতে পারলে আর কোনদিন আপনাকে বেকার থাকতে হবে না । আত্মবিশ্বাস আপনাকে শিখিয়ে দেবে কি করে আপনি যে কোন কিছু করার ক্ষমতা ও সামর্থ্য রাখেন । যে কাজ পৃথিবীর কেউ করতে পারে সে কাজ আপনিও করতে পারবেন ।
আপনি একবার নিজের চিন্তা করার স্টাইল বদলে ফেলুন । দেখবেন জীবন বদলে গেছে । আপনি চাইলে আজ থেকেই আপনার আসে পাসের যে কোন একটা কাজে যোগ দিয়ে নিজের বেকারত্তের অবসান করতে পারবেন । আপনি চাইলেই আপনার সামরথের মধ্যে কোন একটা বিজনেস শুরু করে নিজের ভাগ্য বদলে নিতে পারেন ।