আমি কেন বেকার থাকি না ? কেন কোনদিনই আমি বেকার ছিলাম না  ?

আমি কেন বেকার থাকি না ? কেন কোনদিনই আমি বেকার ছিলাম না  ?

আমি সবসময় কাজ হুজে পাই ফলে আমি কখনই বেকার  থাকি না   আমার বেকার না থাকার  রহস্য কি ? চলুন কিছু কৌশল শেয়ার করি যে কারনে কখনই আমাকে বেকার থাকতে হয় না

 

আমি যে কোন কাজ করতে প্রস্তুত

আমি যখন যে অবস্থায় যে এলাকায় অবস্থান করেছি তখন সেই অবস্থায় সেখানে যে কাজ পাওয়া গেছে আমি সেই কাজ করার জন্য প্রস্তুত ছিলাম কখনই আমি মনে করি না যে আমি এই কাজ পারব না আমি বিশ্বাস করি মানুষ যে কোন কাজ করতে পারে যে কাজ অন্য কেউ করতে পারে সে কাজ আমিও পারব না পারার কোন কারন নাই আপনি আপনার এলাকায় ব্যাংক জবটি না পেলেও এই মুহূর্তে আপনার এলাকার হোটেল বয়ের কাজটি খুব সহজেই পেতে পারেন এই মন মানসিকতা থাকার জন্য আমাকে কখনই কাজ খুজে পেতে সমস্যা হয় না কারন যখন যে কাজ পেয়েছি সেই কাজি আমি করেছি তাই কখনই বেকার থাকতে হয় নি

কারো কোথায় কান দেই না   –

এই বিজনেস করলে লোকে কি বলবে ? এই কাজ করলে লকে কি বলবে ? লকে দাম দেবে না মানুষ ছোট মনে করবে   “ এই কথা গুলো আমার মাথায় কখনও পাত্তা পায় না লোকের কোথায় কান দেয়ার সময় আমার নাইপ্রয়োজন নাই   আমি না খেয়ে থাকলে সমাজ আমাকে খেটে দেবে না আমার পকেটে টাকা না থাকলে কেউ আমাকে টাকা দেবে না এই সমাজ শুধু সমালোচনা করতে জানে এই সমাজকে খুব ভাল করে আমার চেনা হয়ে গেছে তাই সমাজের কে কি  বলল এসব ভেবে নিজের মূল্যবান সময় আমি নষ্ট করি না   জিবনের প্রয়োজনে যখন যে কাজ পাই আমি সেই কাজ করে যাই আর লোকের কোথায় উশটা মারি 

 

৩। কোন কাজকেই ছোট মনে করি না  – 

আমি জানি আমি কি করছি আমার নিজের একটা মাথা আছে আমি জগতে কন্তা ভাল আর কন্তা মন্দ খুব সুন্দর বুঝি কি  করা ঠিক আর কি করা  ঠিক না এসব কারো কাছে গিয়ে আমার সুনে আসতে হবে না   আমি ১০০ তে ১০০ আত্মবিশ্বাসী আমি জানি কাজ কখনই কাউকে ছোট করে না কাজে কোন লজ্জা নাই লজ্জা বেকারত্তে , লজ্জা দারিদ্রে   আমি জানি বিজনেসের কোন ছোট বড় নাই সব বিজনেস সম্মানের সব বিজনেসে টাকা আছে আমি কোন বিজনেস করতে পারি  সেটাই আসল কথা    আপনি একবার সাহস করে আমার মত নিজের উপর বিশ্বাস আনতে  পারলে আর কোনদিন আপনাকে বেকার থাকতে হবে না আত্মবিশ্বাস আপনাকে শিখিয়ে দেবে কি করে আপনি যে কোন কিছু করার ক্ষমতা সামর্থ্য রাখেন   যে কাজ পৃথিবীর কেউ করতে পারে সে কাজ আপনিও করতে পারবেন

 

 

আপনি একবার নিজের চিন্তা করার স্টাইল বদলে ফেলুন দেখবেন জীবন বদলে গেছে   আপনি চাইলে আজ থেকেই আপনার আসে পাসের যে কোন একটা কাজে যোগ দিয়ে নিজের বেকারত্তের অবসান করতে পারবেন  আপনি চাইলেই আপনার সামরথের মধ্যে কোন একটা বিজনেস শুরু করে নিজের ভাগ্য বদলে নিতে পারেন

Join The Discussion

Compare listings

Compare