“ইংরেজীতে একটা কথা আছেঃ “Natural law of revenge!”

“ইংরেজীতে একটা কথা আছেঃ “Natural law of revenge!” আমি কথাটাকে খুব বিশ্বাস করি৷ মনে-প্রাণে বিশ্বাস! অন্ধ বিশ্বাসও বলতে পারেন৷ 🙂 ৬৯

প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র৷ আজ অথবা কাল, যা আপনি করছেন; ভাল বা খারাপ সব ফেরত পাবেন৷ প্রকৃতি গুণে গুণে হিসেব কষে আপনাকে ফেরত দিবেই!

কেউ আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে আপনাকে নিয়ে, অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে আপনাকে করছে ক্ষত-বিক্ষত.

প্রত্যেক টা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়..কেউ আগে পায়..কেউবা পরে..কিন্তু শাস্তি সে পাবেই!

হয়তো কো-রিলেট করতে পারিনা আমরা৷ একজেক্টলি কোন কাজের পানিশমেন্ট পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করে, কাউকে ঠকিয়ে, কারো টাকা মেরে দিয়ে বেমালুম ভুলে যাই আমরা! কিন্তু প্রকৃতি ভুলে না৷

আপনি যে মেয়েটির বা ছেলেটির অঝোর ধারার কান্নার কারণ, তার নির্ঘুম রাত কাটানোর কারণ, হয়তো একদিন তার চোখের জল শুকিয়ে যাবে, রাতে হয়তো সে বেঘোরে ঘুমাবে, হয়তো একদিন সে ভুলে যাবে সবকিছু, কিন্তু প্রকৃতি?

বিশ্বাস করুন প্রকৃতি কিছুই ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না…৷ তা না হলে ব্যালেন্স হবে কিভাবে?”

#Collected from – Sanzida khan joyee

Join The Discussion

Compare listings

Compare