“এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝতে চাইবে না…

“এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝতে চাইবে না… ৭০

 

“এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝতে চাইবে না… তুমি সঠিকটা বুঝিয়ে দিলেও কেউ কেউ শুধু মাথা নেড়ে যাবে ঠিকেই কিন্তু মনের মধ্যে যেটা পুষে রেখেছে সেটা নিয়েই বসে থাকবে… তাই তুমি নিজ থেকেই তোমাকে চিনতে বলো না, যদি না সে তোমাকে চিনে না নেয়…
.
তুমি যতই ভালো হও না কেন, কেউ যদি তোমাকে খারাপ ভাবে তাহলে তোমার শত ভালোর মধ্যে খুঁটে খুঁটে খারাপ একটা কারণ হলেও বের করে আনবেই… তেমনি ভাবে যতই খারাপ হও, ভালো একটা কারণ তুলে ধরবেই… পুরোটাই নির্ভর করে তোমাকে চেনার উপর…
.
পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সবার কাছে ভালো হতে পেরেছে… তুমি দশজনকে খুশি করতে যাও, দুইজন মন খারাপ করবে… আবার পাঁচজনকে কষ্ট দাও একজন খুশি হবে… এটাই প্রকৃতির নিয়ম…
.
পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে কারো কাছে খুব বেশি কিছু আশা করতে নেই… কারণ আশা পূরণ না হলেই বাজে মন্তব্য চলে আসে… খারাপ দৃষ্টিভঙ্গী পড়ে যায়… তখন ভালো কিছুও চোখে পড়ে না… মূলত আশা পূরণ কিংবা ব্যর্থ হওয়ার কারণেই আমরা মানুষকে মূল্যায়ন করে থাকি… চিনে থাকি…
.
তাই সবার কাছে নিজেকে চিনতে বলতে নেই… যে চিনবে সে নিজ থেকেই চিনে নিবে… তোমাকে সবার চিনতে হবে এমন কোন দরকার নাই…

collected from- Mohiuddin Khan Parves

Join The Discussion

Compare listings

Compare