এই পোষ্ট, তাদের জন্য যারা নিজেকে বড়লোক ভাবেন !!!  ১৩৫ 

এই পোষ্ট, তাদের জন্য যারা নিজেকে বড়লোক ভাবেন !!!  ১৩৫
—————————
আচ্ছা,আপনার মাসিক বেতন কতো?
এক লাখ, দুই লাখ, তিন লাখ…? আপনার লেটেস্ট মডেলের আইফোন আছে, আপনার একটা পাজেরো আছে,আমাজানে শপিং করেন। তাহলে নিঃসন্দেহে আপনি বড়লোক!
.
আপনি ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব ইউজ করেন। আয়নার সামনে আইফোন ধরে পোজ দেন,গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দেন অথবা ইউটিউবে নিজের চ্যানেলে ব্লগ বানান। আর তাতে হাজার হাজার লাইক!
.
আপনার বেতন ভালো। সুন্দরী গার্লফ্রেন্ড, সোস্যাল মিডিয়ায় অনেক লাইক! তো, সবদিক থেকেই আপনি বড়লোক!
কিন্তু,আসলেই কি তাই? বড়লোকেরা কি আমার, আপনার মতো ফেসবুকে রেগুলার পোষ্ট লিখে? ইন্সটাগ্রামে ছবি আপ দেয়? টিনডারে ডেট করে?
আসলে,মিলিয়নিয়াররা ইন্টারনেটে সেরকম কিছুই করে না, যা আমরা সাধারনত করি তার ধারে কাছে নেই তারা!
.
‘জেমস এডিশন’ নামে একটা ওয়েবসাইট আছে, যেটা মিলিয়নিয়ারদের আমাজান। এখানে আপনি ১৮ মিলিয়ন ডলারের প্রাইভেট জেট,১৫ মিলিয়ন ডলারের ইয়ট, লেটেস্ট এস্টন মার্টিন বন্ড এডিশন কার সব কিছু কিনতে পারবেন! ওহ,ব্যাটম্যান মুভির সেই কালো গাড়িটার কথা মনে আছে তো? সেটাও পাওয়া যায়, দাম মাত্র ১০ মিলিয়ন ডলার! আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে অরিজিনাল একে-47 দিয়ে তৈরি চেয়ারও পাওয়া যায়! একবার বসে দেখবেন নাকি?
.
মিলিয়নিয়াররা ফেসবুক, ইন্সটাগ্রামের মতো ফ্রী সোশ্যাল নেটওয়ার্কিং করে না আমাদের মতো! তাদের সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে ‘রিচ কিডস’ এবং এটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট!যার মাসিক সাবস্ক্রিপশন ফি ১০০০ ইউরো!
.
কি মাথা গরম হয়ে যাচ্ছে? একটু ধৈর্য ধরেন, আমার ডেটিংয়ের জন্য সাধারনত ‘টিনডার’ ইউজ করি। আর মিলিয়নিয়াররা কি করে? তাদের জন্য একটা এপ্স আছে যার নাম ‘লাক্সি’ মজার ব্যপার হলো, এই সাইটের ৪১% মেম্বার মিলিয়নিয়ার! আপনি ইচ্ছা করলেই এর মেম্বার হতে পারবেন না। তারা আপনার ছবি, ইনকার ভেরিফাই করবে তারপর আপনি মেম্বার হতে পারবেন!শুনে অবাক হবেন, লাক্সি কিছুদিন আগে তাদের ৪০০০০ মেম্বারকে ব্যান করেছে,কারন তারা নাকি দেখতে মোটেও সুন্দর না…!!!
.
আরো একটা সাইট আছে নাম ‘কুইন্টিসেনশালি’, যারা তাদের যেকোন ধরনের ডিমান্ড পূরন করতে প্রস্তুত। কেমন বিদঘুটে লাগছে? দাঁড়ান ব্যপারটা একটু ক্লিয়ার করি।
তারা একবার সিডনি হার্বার ব্রিজ বন্ধ করে দিয়েছিলো শুধু একটা বিয়ের অনুষ্টানের জন্য, আপনার বার্থডে পার্টি যদি পিরামিডের ভিতরেও করতে চান,নো প্রবলেম, তারা ব্যবস্থা করে দিবে! কিন্তু শুধুমাত্র ওয়ার্ল্ডের ৬০ টি শহরে তাদের সার্ভিস রয়েছে…!
.
আমরা টিকেট বুক করি ‘সহজ ডট কম’ এ ১০০ টাকা ছাড়ে বা ট্রেনের ‘ই সেবা ডট কম’ এ অথবা বেশি হলে বিমানের ইকোনমি ক্লাসে…
কিন্তু মিলিয়নিয়াররা তো মিলিয়নিয়ার তারা কি করে? তাদের জন্য আছে ‘বুক মাই চার্টার’ এখান থেকে তারা টিকেট বুক করে, এই সাইটে আপনি প্রাইভেট জেট, হেলিকপ্টার,ইয়ট বুক করতে পারবেন…!
ধরেন,আপনি আগামী সপ্তাহে দিল্লি থেকে ব্যংগালোর যেতে চান, আপনার প্রাইভেটে জেটের টিকেটের দাম পড়বে মাত্র ১০ লাখ রুপি! কি হাসি পাচ্ছে খুব? অবাক হচ্ছেন? কষ্ট হচ্ছে?
খোঁজ নিয়ে দেখেন অনেক ভেতরে কোথায় যেন জ্বলে পুড়ে যাচ্ছে খুব খুব গরীব মনে হচ্ছে নিজেকে!
.
বিঃদ্র; সবগুলো সাইটে একবার চোখবুলিয়ে নিন…
1.https://richkids.life/membership
2.https://www.jamesedition.com/
3.https://www.onluxy.com/
4.https://www.quintessentially.com/
5.https://bookmycharters.com/
.
( কি ভিত্রে কইলজা গুদ্দা ফ্যাপসা সব জইল্লা ছোলাবুট হইয়া যাইয়াতাছে? এইডার জন্য আমি দায়ী না। এই ঝলসানো রুটি মার্কা পূর্নিমার চাঁদ লিখছেন Bishan Sadid )
collected from – Faisal Mustafa

Join The Discussion

Compare listings

Compare