একজন ব্যক্তির কালীর সাধক। প্রতিদিন সে কালীকে পূজা দেয়। ১৫০

একজন ব্যক্তির কালীর সাধক। প্রতিদিন সে কালীকে পূজা দেয়। ১৫০

একদিন কালী দেবী পূজারীকে দেখা দিল, তবে ভয়ানক রূপে। পূজারী বলে, মা আমাকে এ রুপ দেখাচ্ছ কেন?
কালী বলে, বদনাইশ! তুই পুজা দিস ভাল কথা তোর ভাই দেয়না কেন?
পূজারী রাতে প্রতিজ্ঞা করল সকালে উঠেই ভাইকে দিয়ে পূজা দেয়াবে।
পরেরদিন ভাইয়ের কাছে গেল। ভাই ত রেগে অন্যরকম অবস্থা। অনেক বলার পর ভাইকে রাজি করাতে না পেরে বেচারা ফিরে এল। রাত্রিতে কালী দেবী আরও রেগে তেড়ে এল। পূজারী আবার প্রতিজ্ঞা করলো, সকালে ভাইয়ের কাছে গেল। ভাই মারতে তেড়ে আসল। মহা যন্ত্রণা! কালীও শোনেনা, ভাইও শোনেনা।
রাত্রিতে কালী দেখা দিয়ে বলল শোন কাল দিনটাই তোর সময় তোর ভাই পূজা না দিলে আর রক্ষে নেই তোর।
পূজারী ভোর হতেই ভাইয়ের দরজায় দাঁড়িয়ে থাকলো, ভাই সকালে বের হতেই পায়ে উবুড় হয়ে কান্নাকাটি শুরু করে দিল। ভাই বললো কাঁদছিস কেন? পূজারী বলে ভাই তুই আমাকে বাঁচা, মা কালী তোর জন্য আমাকে আর বাঁচতে দিবেনা। চল ভাই আমার জন্য হলেও পূজা দিবি।
পূজারীকে তার ভাই বললো, শোন, তুই ত কালি ভক্ত। তোকে মারতে যায় কেন? পূজা আমি দেইনা, আমার কাছে আসতে বল। আমাকে মারতে আসতে বল।
পূজারী ভাবলো, ভাই ত ঠিকই বলেছে। আমি পূজা দেই আমার উপর অত্যাচার কেন! ভাইয়ের কাছেই ত যেতে পারে। বেশ, আজ আসুক কালি।
রাতে যেই ঘুমিয়েছে পূজারি আর অমনি মহাকালী এসে হাজির। পূজারীকে এসে ধরেছে। ‘বেয়াদব, এত করে বললাম তোর ভাইকে পূজা দেয়াতে পাড়লি না? এই খর্গ ফিয়েই আজ তোকে বলি দেব।’
ভয়ে কাকুতি মিনতি করতে করতে পূজারি বলে ‘মা, আমি ত তোকে পূজা দেই। আমাকে ভয় কেন দেখাও? এমন ভয় আমার দাদারে দেখালেই ত হয়। সে তোমাকে পূজা দিত। ‘
কালী মুখখানা কাছুমাছু করে বলে ‘আসলে আমি তার কাছে যাব কি? ও ত আমাকে মানেই না! ‘
গল্পটি এজন্য বললাম যে, আপনি যাকেই দেবতার মত শ্রদ্ধা ভক্তি করবেন সেই আপনাকে পাইয়ে বসবে। মাথায় উঠে কর্তৃত্ব করার, নির্দেশনা দেবার চেষ্টা করবে। ভক্তি ভালবাসা কোমে দিন। না মানুন। সে আর কাছে ভিড়তেও সাহস করবেনা।
জগৎটা হল শক্তের ভক্ত, নরমের জম।
( গল্পটি কোন ধর্মে আঘাত দিতে নয়, উপমা মাত্র)

collected from – মেহেদী হাসান। জয়পুরহাট।
pic – New York, New York in a snow time

Join The Discussion

Compare listings

Compare