এক কোটি টাকা হলে আপনি নিজের মত করে বেচে থাকতে চাইলে আপনি পারবেন খুব ভাল ভাবে পারবেন ।

এক কোটি টাকা হলে আপনি নিজের মত করে বেচে থাকতে চাইলে আপনি পারবেন খুব ভাল ভাবে পারবেন । ৮৩

 

মানুষের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এর জন্য খুব বেশি টাকা লাগে না । বাস্তব জীবনে এক কোটি টাকা হলে আপনি নিজের মত করে বেচে থাকতে চাইলে আপনি পারবেন খুব ভাল ভাবে পারবেন । কোটি পতি হবার পরে অতিরিক্ত যে টাকাই আয় করেন না কেন তা কিন্তু আপনার জীবনটা খুব বেশি পাল্টে দিতে পারে না ।

যেমন আপনি
১- সকালে ২ টা পরাটা বা রুটির সাথে মুরগি, গরু, খাসী, হাঁস বা যে কোন মাছ , মাংস বা সবজি দিয়ে নাস্তা করলেন মোট কত টাকা লাগবে আনুমানিক ২০০ টাকার মধ্যেই কমপ্লিট ।

২- দুপুরে ভাত সাথে যাই খান না কেন তা কোন মতেই ৩০০ টাকার বেশি লাগবে না ।

৩- একই ভাবে রাতে আপনি চাইলেও কিন্তু ৩০০ টাকার বেশি খেতে পারবেন না ।

অর্থাৎ আপনি সাড়া দিনে ১ হাজার টাকাও খেতে পাচ্ছেন না , অনেকে হাজার কেন দিনে ২০০ টাকাও খেতে পায় না এমন অনেক কোটিপতি আমার পরিচিত আছেন । মানে মাসে ৬ থেকে ৩০ হাজার টাকার বেশি আপনি খেতে পারবেন না ।

কি এমন কাপড় পরবেন যদি কাপড় কিনে পুরাতন হওয়ার আগ পর্যন্ত পোরতে চান তবে বছরে আপনি ১ লাখ টাকার কাপড় জুতা মূজা পরেও শেষ করতে পারবেন না মানে মাসে এ বাবত খরচ হবে ১০ হাজার টাকার থেকেও কম ।

আপনি একজন মানুষ স্থান ভেদে কম বারা হতে পারে আনুমানিক আপনি নিজের জন্য ভাল কোন জায়গায় বসবাস করতে চাইলে মাসে ১০ থেকে ৩০ হাজার টাকা খড়চ করতে পারবেন ।

উপরের আনুমানিক হিসেবের ভিত্তিতে মাসে আপনি খরচ করবেন ২৬ থেকে ৭০ হাজার টাকা । ক্ষেত্র বিশেষে আপনি হয়তো ১ লাখ টাকাই না হয় খরচ করলেন কিন্তু এর চেয়ে বেশি আপনার লাগবে না । । মূল বেপার হোল যে লোক ১ কোটি টাকার মালিক তার মাসে ১ লাখ টাকা হলে কিন্তু আর লাগছে না । অন্যদিকে যে লোকের ১০০ কোটি টাকা আছে সেও কিন্তু নিজের জন্য ১ লাখের বেশি টাকা খরচ করতে পাচ্ছে না ।
আবার আসল কথায় আসি একটা বড় পরিমাণ টাকা আয় করার পরে অতিরিক্ত যে টাকা আয় করা হয় এটা বাস্তব জীবনে তেমন কোন কাজে আসে না এটা শুধু কিছু সংখ্যা মাত্র । ব্যাংকের হিসেবে দেখবেন লেখা ৩০০ কোটি টাকা ৫০০ কোটি টাকা কিংবা ১০ হাজার কোটি টাকা কিন্তু বাস্তবে আপনি এই টাকার কিছুই ভোগ করতে পারবেন না ( দিনে কোটি টাকা, মদ, নারী, জুয়া খেলে বা ওপোব্বায় করে ঊড়ীয়ে দিতে পারবেন ) । ক্ষণিকের এই দুনিয়ায় সব ছেড়ে চলে যেতে হবে তাই হাজার কোটি টাকার জন্য পাগোল হবার দরকার নেই । আসুন আমরা মীতব্বায়ী হই নিজের যা আছে তার মধ্যে চলার চেষ্টা করি এবং সুখী ও সুন্দর জীবন যাপন করি ।

লিখেছেন- Khandokar Robi
pic – amar prio Rezaul Karim Dulal

 

Join The Discussion

Compare listings

Compare