এক নির্বোধ এক বুদ্ধিমানের সাথে শত্রুতা শুরু করে বুদ্ধিমান লোকটির চাষের জমিতে বাড়ির রান্নাঘরের ময়লা আবর্জনা ফেলতে শুরু করলো! ১০৬
এক নির্বোধ এক বুদ্ধিমানের সাথে শত্রুতা শুরু করে বুদ্ধিমান লোকটির চাষের জমিতে বাড়ির রান্নাঘরের ময়লা আবর্জনা ফেলতে শুরু করলো!
বুদ্ধিমান লোকটি উত্তেজিত হবার বদলে সেগুলিকে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে দিলো।
এরপর নির্বোধটি আরো একধাপ এগিয়ে মাছ এবং মুরগীর পঁচা নাড়িভুঁড়ি জমিয়ে সেগুলি ফেলে আসলো, বুদ্ধিমান লোকটি সেগুলিও মাটির সাথে মিশিয়ে দিলো!
এরপর একটি মরা গরুর ভুঁড়ি ফেললো,লোকটি সেগুলিও মাটির সাথে মিশিয়ে দিলো!
ফসলের শেষে দেখা গেলো সমপরিমাণ জমিতে নির্বোধ লোকটি যে পরিমান ফসল পেয়েছে তারথেকে কয়েকগুণ বেশী ফসল পেয়েছে বুদ্ধিমান লোকটি!
#জৈবসার
অনেকেই শত্রুতা করে আমাদের দিকে অনেক সমালোচনা বা বাজে নোংরা মিথ্যে মন্তব্য করে থাকে!সেগুলিকে আমলে নিয়ে ক্ষেপে না গিয়ে বরং সেগুলিকে সতর্কতা হিসেবে ব্যবহার করে যারা নিজেকে আরো শুদ্ধ পরিমার্জিত করতে পারে তারাই বুদ্ধিমান এবং জয়ী!
#জীবনসার