এক  সবজি বিক্রেতার সফলতার গোল্প

এক  সবজি বিক্রেতার সফলতার গোল্প ৩৮

লেখা পড়া শেষে চাকরি না পেয়ে কেবল পরিবার আত্মীয় বন্ধুদের তিরস্কার পেয়ে ভেবেছিল হয় মরে যাবে নয়ত সবাইকে ছেরে দূরে কোথাও চলে যাবে😭😭😭😭 ।
আমার সাথে ছেলেটির দেখা হয়েছিল । আমাকে তার অসহায় অবস্থার কথা বলে মাথায় হাত দিয়ে বসে ছিল । আমি সব শুনে বললাম, সবাইকে ছেড়ে বাসা থেকে চলে যান । কাওরান বাজারে সবজি বিক্রি করেন । সেখানে অনেক মাছের দোকানদার আছে মাসে লাখ টাকা আয় করে ।
একটা মেসে থেকে খুব ছোট করে শুরু করেছিল ৫ বছর আগে । এখন মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করে । আমি বললাম এখন অন্য কিছু করতে পারেন । সে বলে না ভাই, এই বিজনেস আমার লক্ষি । আমার অসহায় সমায়ে আমাকে দারাতে সাহায্য করেছে । আমি এই বিজনেস কে সম্মান করি আমি যত বড়োলোকি হই না কেন । আমি এই বিজনেস ছাড়ব না 😘😘😘 ।
অনেক অভিমানি ছেলেটি বললাম ছবি দিয়ে একটা পোস্ট দেই ফেসবুকে ? বলে না ভাই লাগবে না, যেমন আছি তেমন ই ভাল । মাসে অনেক টাকা আয় করলে কি হবে ? এলাকায় এখনও সবাই আমাকে তরকারির দোকানদার বলেই চিনে । টাকা পেলেও সমাজে আমার টাইটেল “তরকারির দোকানদার” 😭😭😭 ।
এলাকায় বিয়ে করতে গেছিলাম সরকারি চাকরি করি না বলে মেয়ের বাপ মেয়ে দেয় নি অবশেষে লজ্জা আর রাগে ঢাকায় এসে আর এক তরকারি দোকানদারের মেয়েকে বিয়ে করছি, অনেক ভাল আছি ।

আপনাদের কি মনে হয় ছেলেটি ভুল করেছে ? আপনারা যারা বেকার তারা কি পারবেন এমন সাহস করতে ? আমাদের সমাজ কবে খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের অনেক সম্মান করবে কেউ বলতে পারেন ? আমার মনে এমন হাজারো প্রশ্ন ।

বাস্তব জীবন থেকে লিখেছি আমি Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare