এ জগত এমনি স্বার্থ আর প্রয়োজন ছাড়া ছাড়া কেউ কাছে আসে না কেউ ভালবাসে না । ৪৭

এ জগত এমনি স্বার্থ আর প্রয়োজন ছাড়া ছাড়া কেউ কাছে আসে না কেউ ভালবাসে না । ৪৭

ফেসবুক খুললেই দেখা যায় হাজার হাজার মানুষের হতাশা ভরা স্ট্যাটাস । ভালবাসার মানুষ ছেরে চলে গেছে । অমুক বন্ধু ভুলে গেছে, কেউ কথা রাখেনি টাইপের লেখায় ভরপুর ।

একটু মাথা ঠাণ্ডা করে ভাবুন তো – আমরা নিজেরা কি কোন কারন ছাড়া কাওকে কল দেই ? দরকার না পরলে কোথাও যাই ? আর একটু সহজ করে বলি – ক্ষুধা না লাগলে খাই ? পিপাসা না থাকলে পান করি ? বৃষ্টি না পরলে মাথায় ছাতা ধরি ? অসুস্থ না হলে ডাক্তারের কাছে যাই ?
উপরের সব গুলো প্রশ্নের উত্তর; না । অর্থাৎ প্রয়োজন না হলে আমরা কিছুই করি না এটাই বাস্তবতা এটাই সত্য ।তবে আপনি কেন মনে করেন লোকে আপনাকে প্রয়োজন ছাড়া ফোন করে খোঁজ নেবে ? আপনার সাথে দেখা করবে ? আপনাকে ভালবাসবে ? সাড়া জীবন আপনার সাথে থাকবে ?

আমি আপনে আমরা নিজেরা যেহেতু কোন প্রয়োজন ছাড়া কিছু করি না সেখানে অন্য মানুষজন এমনিতেই আমার আপনার পিছে ঘুরবে এমন চিন্তা আসলে কতটা যুক্তি সঙ্গত ? কতটা ঠিক ?

জনপ্রিয় বাক্তি এ পি জে আবুল কালাম একটা কথা বলেছিলেন – ” আমি একটা কাঠবিড়াল পুষলাম চলে গেল, একটা পাখি পুষলাম চলে গেল । একটা গাছ লাগালাম পাখি কাঠবিড়ালি দুটাই ফিরে এলো ” ।

বুঝতে পারলেন কিছু ? গাছের মত দরকারী হয়ে যান । নিজেকে প্রয়োজনীয় করে গরে তুলুন, যাতে ছায়া বা ফলের জন্য জগতের পাখি আর কাঠবিড়াল গুলো আপনার কাছে ছুটে আসে ।
এখন হয়ত ভাবছেন যে প্রয়োজন পরলে কাছে আসবে ভালবাসবে নইলে বাসবে না ? দরকার নাই এমন ভালবাসার দরকার নাই এমন কাছে আসার । তবে শুনেন কবি নজরুল ও লিখে গেছেন ‘ তুমি আমায় নহে গো ভালবাস তুমি ভালবাস মোর গান ” । ইয়েস এটাই সত্য এ জগত স্বার্থ আর প্রয়োজনের পিছে ছোটে সবাই । এ জগত এমনি স্বার্থ আর প্রয়োজন ছাড়া ছাড়া কেউ কাছে আসে না কেউ ভালবাসে না । তাই জগতে ভালবাসা পেতে চাইলে নিজেকে অপরের প্রয়োজন হিসেবে গরে তুলুন । মানুষ তাদের নিজের স্বার্থেই আপনার কাছে আসবে ।

লিখেছেন – Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare