কাড়া আপনার বেশি খোটোি করবে ?

কাড়া আপনার বেশি খোটোি করবে ? ২০

 

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে 😭। জীবনে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, বন্ধুদের নাম দেখতে পাবেন 😭। বিশ্বাসঘাতকতা করে শুধু বন্ধুরাই । শত্রুদের একটা ধর্ম আছে, শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না ।

সৌদিআরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতিউত্তরে পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন 😭😭😭

বঙ্গবন্ধুর মত নেতাও মানুষ চিনতে ভুল করেছিলেন ! গোয়েন্দা বিভাগ বার বার তাকে সাবধান করে দেবার পরেও তিনি হাসতে হাসতে বলতেন, বাঙালি কোনদিন তাকে মারবে না 😭😭😭

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও কষ্টের ! শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল তারই দেহরক্ষীর গুলিতে 😭😭😭

গোয়েন্দারা অপরাধীকে চিহ্নিত করার জন্য, সবাইকে সন্দেহের দৃষ্টিতে দেখে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, এমন মানুষ এই কাজটি করেছে যাকে প্রাথমিক ভাবে কেউ চিন্তাও করেনি । আমাদের দেশে স্ত্রীর হাতে স্বামী খুন, গুলশানে কাজের ছেলের হাতে মালিকের মেয়ে আগে ধর্ষিত, পড়ে খুন । একই দলের এক নেতার হাতে আরেক নেতা খুন ।
সাড়া জীবন বিদেশ খেটে সব টাকা ভাইদের কাছে পাঠিয়েছে দেশে আসে দেখে কোন টাকা নাই । এক প্রবাসী বাড়ি বানানোর জন্য শ্যালাকে ১ কোটি টাকা দিয়েছে দেশে আসে দেখে ৪০ লাখ টাকার কাজ ও করে নাই ।

ইতিহাস প্রমান করে আপনাকে তারাই বাঁশ দেবে যারা আপানর খুব কাছের । মানুষের জীবনের সব চাইতে বড় শত্রুকে কখনোই চেনা যায় না 😭😭😭😭😭😭😭😭

Join The Discussion

Compare listings

Compare