#কি করে বিজনেসের নাম ঠিক করবেন  ?

#কি করে বিজনেসের নাম ঠিক করবেন  ?

আপনি যে বিজনেস করতে চান অনুরধ থাকবে শুরুতেই সেসব  বিজনেসের নাম  গুলো গুগলে সার্চ দিয়ে দেখে সব রকমের ধারনা নিতে চেষ্টা করবেন । অনেক সময় সামান্য এদিক সেদিক বা পরিবর্তন করে , কিছু যোগ বিয়োগ বা নতুন কোন শব্দ তৈরি করেও পছন্দ মত নাম  খুজে পেতে পারেন  । কোম্পানির নাম ঠিক করতে যে বিষয় গুলো খেয়াল করা যেতে পারে……

কেমন হতে হবে ?

১। ব্যাবসার সাথে যাতে নাম এর মিল থাকে ।

মানুষকে জানাতে হবে যে আপনার কোম্পানিতে কি কি সেবা পাওয়া যায় । যেমন আপনি যদি Delivery নামে একটা কফি শপ, বা পার্লার দেন তবে নামতির সাথে বিজনেসটা বড্ড বেশি বেমানান হয় । কিন্তু আপনি যদি ওই কোম্পানি দিয়ে ডেলিভেরি, কার্গো সার্ভিস, কুরিয়ার সার্ভিস অথবা  কোন সেবা বা পণ্য  হোম ডেলিভেরি করেন তবে সেটা অনেক বেশি মানান সই ।  একই ভাবে রিয়েল এস্টেট বিজনেসে যেখানে জমি, রড, সিমেন্ট, বিভিন্ন রকমের বাসা বাড়ি, বা  ভবন নির্মাণের সাথে জরিত তাই এই খেত্রে  সকালসন্ধা  রিয়েল এস্টেট না দিয়ে বরং- নিরাপদ রিয়েল এস্টেট, নির্মাণ রিয়েল এস্টেট, বা ভবন রিয়েল এস্টেট অনেক বেশি মানান সই ।

২। সরবচ্ছ ২ টি শব্দ  দিয়ে নাম বানাবেন –

আপনি হয়ত ভাবছেন একটা অনলাইন শপ দেবেন যেখানে সব ধরনের জিনিস হোম ডেলিভেরি  হবে । আপনি নাম খুজতে থাকলেন যেমন verygooddelivery, everythingdelivery, alltimedelivery BDDelivery  – এই নামগুলর মধ্য কোন নামতি খুব সহজে বা কম  চেষ্টায় আপনি মনে রাখতে পারবেন ? আপনি  খুব সহজে যে নামতি মনে রাখতে পারবেন সেটা হল BDDelivery  কারন এখানে শুধু BD  এবং Delivery মনে রাখলেই হয়ে যাচ্ছে কিন্তু উপরের নাম গুলতে ৩ টি করে বিষয় মনে রাখতে হবে যা অত্তান্ত কস্তকর ও কনফিউজিং কারন কেউ ৩ টি জিনিস মনে রাখতে গিয়ে অনেক সময় alltimedelivery কে deliveryalltime ও বলতে পারে সেক্ষেত্রে আপনার বিজনেস নামতি সে মনে রাখতে পাচ্ছে না বা ভুল বলছে ।

 

৩। অর্থবহ হতে হবে  ।

ব্যাবসার সাথে নাম এর মিল না থাকলে আপনাকে অনেক অনেক টাকা মার্কেটিং এ খরচ করে মানুষকে জানাতে হবে যে আপনার কোম্পানিতে কি কি সেবা পাওয়া যায় । যেমন Delivery  এবং  jahan treding  এই ২ টি নামের মধ্য,  ১ম টার নাম শুনেই বলতে পারবেন যে এখানে পণ্য বা সেবা কেনা কাটা এবং সেটা ডেলিভেরি করা যায়, অর্থাৎ এটা হোম  ডেলিভেরি বা কুরিয়ার কোম্পানি  । ২য় টির নাম শূনে কিচ্ছু বোঝার উপায় নেই যে এখানে আসলে কি কেনা বেচা করা হয়  ।  অর্থহীন নাম মানুষ খুব অপচন্দ করে  ও  মনে রাখতে চায় না । আজন্নই অনেক ইংরেজ দারসনিক ও বিজ্ঞানির নাম মানুষ মনে রাখতে চায় না বা  মনে রাখতে পারে না ।

৪। এক শব্দের হতে হবে –

এক শব্দের নাম খুজে পাওয়া আজকাল ভাগ্যের বেপার । এক শব্দের নাম ব্র্যান্ডইং থেকে শুরু করে মার্কেটিং ও প্রচার করতে খুব সহজ ও কম খরচে বেশি সারা পাওয়া যায় । আজন্ন সব সময় চেষ্টা করবেন । আপনি বিসসের সেরা কোম্পানি গুলোর নাম দেখেন – apple, google, uber, tesla এই নাম গুলো খুব ছোট , এক শব্দের তাই মনে রাখা খুব সহজ । আইজন্নেই আমি আমার রিয়েল এস্টেট কোম্পানির নাম দিয়েছি BHABAN (ভবন) ।

৫। আনকমন –

একটু আঙ্কমন নাম খুব সহজে মানুষ আলাদা ভাবে মনে রাখতে পারে । তাই বিজনেসের নাম ঠিক করার সময় এই দিকে বিশেষ নজর দেয়া উচিৎ । যেমন মায়ের দোয়া ভাতের হোটেল, ভাই বোন পরিবহন , এমন নামের বিজনেস প্রতিস্থানের কোন অভাব নেই আমাদের দেশে । আপনি একটু নতুন নাম খুজে বের করার চেষ্টা করুন দেখবেন খুব সারা পরে যেতে পারে শুধু নামের জন্নই । যেমন – ভাতের দুআন, অহ কাচ্চি, ১ কাপ চা এসব অত্তান্ত ক্রিয়েটিভ ও আনকমন নাম যা খুব সহজে ও আলাদা ভাবে মানুষ মনে রাখতে পারবে ।

কেমন হউয়া যাবে না ?

১। কঠিন ও দুর্বোধ্য বানান  হউয়া যাবে না ।

কিছু বানান মনে রাখা কঠিন, কিছু শব্দ আছে যেসব বানান করা খুব কঠিন । কোন অবস্থাতেই এমন শব্দ নিরবাচন করা যাবে না । উদাহরন হিসেবে কিছু ঔষধ, কিছু প্রানির বৈজ্ঞানিক নাম, কিছু অসুখের নাম যেমন Diarrhoea hospital   এমন নাম কখনই ঠিক হবে না ।  কারন Diarrhoea চাইলেও অনেকে লিখতে পারবে না । বানানটি বেস কঠিন । তার চেয়ে care hospital বা  best hospital বা city hospital  নাম হিসেবে অনেক বেশি ভাল ।

 

২। সংজুক্ত বা পাশা পাশী যাতে একই বর্ণ ২/৩ টি না থাকে  ।

বানান সব সময় কঠিন একটি জিনিস, আমরা কেউই ১০০% নিরভুল বা সঠিক বানান লিখতে পারি না । এর আপনি যদি এমন নাম ঠিক করেন যার মধ্য একই বরন ২ বা ততোধিক বার  থাকে তবে সি বানান লিখতে ভুল হবা সম্ভাবনা খুব বেশি । তাই আপনাকে খেয়াল করতে হবে আপনার ডোমেইন নেমের মধ্য যেন কখনই একই বরন পাশাপাশি ২ বা ৩ বার না থাকে । যেমন  robi company lts  লেখা ও মনে রাখা সহজ কিন্তু roobii company ltd  এর বানান মনে রাখা কঠিন ও ভুল হবার সম্ভাবনা অনেক ।

৩। নিজের নাম বা কোন বিশেষ এলাকার নাম ব্যাবহার না করা  ।

আপনি যদি boguraDelivery    বগুড়ার মানুষের জন্য মনে রাখা সহজ হবার পাসা পাসি বগুড়ার মানুষের কাছে তার আলাদা একটা ভাল্বাসা থাকবে এটা সত্য । কিন্তু এর প্রতি রংপুরের বা ঢাকার লোকের আলাদা মায়া বা তান থাকবে না । নাম সুনেই বলবে এটা বগুড়ার কোম্পানি বা বগুড়ার জন্য লোকাল হয়ত সেবা দেয় এমন । কিন্তু আপনার নামতা যদি হয় Delivery company ltd  তবে সেই নাম প্রথিবির সকল দেশের, সকল শহরের সকল মানুষের নিকট তাদের নিজের মনে হবে । সুতরাং নাম  ঠিক করার সময় মনে রাখবেন সেখানে কোন এলাকার নাম যোগ করবেন না ।

 

 

যদি পছন্দের নাম  ফাকা না থাকে ?  তখন –

 

১। নামের আগে কিছু যোগ করে

বেশিরভাগ এক শব্দের ও  অর্থবহ ডোমেইন গুলো আপনি কখনই ফাকা পাবেন না । সেই খেত্রে আপনি ২ টি শব্দ এক সাথে করে একটি ডোমেইন তৈরি করতে পারেন । আপনি হয়ত বাংলাদেশে  ডেলিভেরি বিজনেস করতে চান কিন্তু খজ নিয়ে দেখলেন delivery  ফাকা নাই । তখন আপনি চাইলে নামের আগে আরেকটি শব্দ যোগ করে আপনার পছন্দের মত করে নিতে পারেন যেমন  usadelivery, fastdelivery এই ভাবেই আমি বাংলাদেশে  অনলাইনে সার্ভিস ও পণ্য ডেলিভেরি দেয়ার জন্য আমি delivery নাম খুজতেছিলাম কিন্তু যখন দেখলাম নাম ফাকা নাই তখন নামের  আগে BD যোগ করে BDDelivery নাম ঠিক করে ফেলি  ।

২। নামের পিছে কিছু যোগ করে –

অনেক সময় নামের আগে কিছু যোগ করার পরেও ডোমেইন পাবেন না তখন আপনি সেই নামের পরে কিছু যোগ করে চেষ্টা করে দেখবেন । যেমন আমি shop  খুজতে গিয়ে দেখি ফাকা নাই তখন আমি সেই shop  এর পিছনে aex যোগ করে দেখি যে shopaex  ফাকা, এ ভাবেই আমি shopaex নাম দিয়ে অনলাইন শপ খুলে ফেলি    ।

৩। দুটি শব্দ যোগ করে –

অনেক সময় আগে পিছে যোগ করেও আপনার পছন্দের নাম  আপনি পাবেন না তখন আপনি , আপনার পছন্দের শব্দ দুটি একসাথে করে আপনার পছন্দ সই ডোমেইন করে নিতে পারেন  । যেমন আপনি হয়ত shop  কিনতে গিয়ে দেখলেন যে সেটা ফাকা নাই তখন আপনি shop এর সাথে online যোগ করে shoponline নাম দিয়ে বিজনেসের নামকরন করতে পারেন ।

 

৪। নতুন শব্দ তৈরি করে –

অনেক সময় সব রকমের চেষ্টা করার পরেও আপনি বেরথ হবেন দেখবেন যে আপনার পছন্দ সই ডোমেইন আপনি পাচ্ছেন না । তখন আপনি ২ টি শব্দ  আকত্রে করে সম্পূর্ণ নতুন একটি শব্দ তৈরি করে নিতে পারেন  । উদাহরন , আমরা অনলাইনে এক্সপার্ট লেভেলের আইটি সার্ভিস ও সিকিউরিটি মুলক  কিছু সেবা  দেয়ার জন্য cyber এবং expert এই দুটি শব্দ এক করে cyberexpert  খুজতেছিলাম । কিন্তু  ফাকা পাচ্ছিলাম না । তখন আমি সদ্ধান্ত নেই cyber থেকে cy এবং expert থেকে ext নিয়ে cyext  গঠন করি এবং   cyext নামতি আমার বিজনেসের জন্য ঠিক করে ফেলি  ।

Join The Discussion

Compare listings

Compare