কেমন লোকডেড় সাথে মীশবে না ? ৫৮

কেমন লোকডেড় সাথে মীশবে না ? ৫৮

তোমরা কৃপণ এর সাথে মিশনা,
সে তোমাকে অমানুষ বানাবে ।
তোমরা অপচয় কারির সাথে মিশনা,
সে তোমাকে ফকির বানাবে – Khandokar Robi

**********************************
সুস্থ মস্তিষ্কের লোক কখনই কৃপণ হতে যাবে না । আর অপচয় করলে যে ভবিষ্যতে অভাবে পরতে হতে পারে এই সহজ বিষয়টা যার অনুভবে আসে না তাকে বুদ্ধিমান মনে করার কোন সুযোগ নাই । সুতরাং এমন লোকদের সঙ্গ পরিত্যাগ করা অতি জরুরী । একটা কথা বলা যেতে পারে আপনি যদি অসুস্থ হয়ে হাসপাতালে জান কিংবা কোন সমস্যায় জেল হাজতে আটকা পরেন তো দেখা যাবে সে দেখা করতে গেলে আপনার জন্য কিছু নিয়ে যেতে হবে এই ভেবে আপনার কৃপণ বন্ধু দেখা পর্যন্ত করতে যাবে না কারন দেখা করতে গেলেই টাকা খরচ হবে । এবার নিজেই ভেবে দেখেন এমন লোকদের সঙ্গে চলবেন ???নাকি নাকি এমন লোকদের এড়িয়ে চলবেন ?????

 

 

কাউকে তার আত্বীয় স্বজন কেমন এটা দিয়ে বিচার করিও না বরং তার বন্ধু-বান্ধব, যাদের সাথে চলাফেরা ও উঠাবসা করে তারা কে বা কেমন , সেটা দিয়ে বিচার কর । সোশ্যাল মিডিয়ার এ যুগে ফেসবুকে তার ফ্রেন্ড লিস্ট, পোস্ট, কমেন্ট, লাইক ও শেয়ার দেখেও তার সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া যায় । অনেকে ফোন নাম্বার, ফেসবুক আইডি, বন্ধু-বান্ধব ঘনঘন পরিবর্তন করে এমন লোকদের থেকে দূরে থাকবেন । কোন লোক সম্পর্কে পরিষ্কার ধারনা পেতে চাইলে তার সাথে চলাফেরা করে এমন লোকদের সাথে আলাপ করুন, জিজ্ঞাসা করুন তার বন্ধুগুলো তার সাথে কতদিন ধরে ওঠাবসা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ । খারাপ মানুষগুলো তাদের আশেপাশের লোকদের সাথে বন্ধুত্ব করে স্বার্থ উদ্ধার করে পরে তাদের ছুরে ফেলে দেয়, তাই এরা কখনই একই লোকের সাথে অনেকদিন চলাফেরা করতে পারে না ।

Join The Discussion

Compare listings

Compare