খাদ্য বিষক্রিয়ার জন্য শুধু কি বিক্রেতাই দ্বায়ী !!!!!!!!!!!!! ১৪৩
# আপনি চাল, শাক-সবজি চকচক তকতকে খুজবেন, সুন্দর খুজবেেন , – এজন্য বিক্রেতা সে সব চকচক করতে শ্যাম্পু দিচ্ছে,কর্বোহাইডেট দিচ্ছে, ।
# দেশি জিনিস অনেক সময় সাইজে একটু ছোট বা অনুজ্জল হয় কিন্তু এতে আপনার খুব সমস্যা — বাধ্য হয়ে কৃষক ফসলে সার দিচ্ছে ।
# ফলে সামান্য পচা, পোকা ধরা নিতে আপনাদের অনেক আপত্তি তাই না ? — এই জন্যই ফল বিক্রেতা ফরমালিন দিয়ে সব ফ্রেস করে রাখছে ।
# বাজারে মুরি কেনার সময় একেবারে সাদা ধবধবে হতে হবে তাই না ? –এই জন্যই মুড়ি ভাজার সময় তারা ইউরিয়া সার ব্যাবহার করছে ।
# আবার যদি কোন দেশি, অরগানিক, সার ছাড়া ভাল জিনিস পেয়েও যাচ্ছেন কিন্তু ভালর দাম দিতে অনেক কষ্ট লাগে তাই না ? — খান অনেক সস্তা হাইব্রিড আছে আপনার জন্য ।
# বাইরে গেলেই আপনাকে ফাস্ট ফুড, ভাজা পোরা খেতে হবে নইলে স্ট্যাটাস থাকে না তাই না ?
আর কত বড় হলে বুঝবেন যে কোন খাবারটি আপনার দেহের জন্য ভাল আর কোনটি মন্দ ? একটু অনলাইনে পড়া লেখা করুন এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । সচেতন হন , শিক্ষিত হন ।
খেতেই যখন হবে ভাল কিছু খান । সুস্থ থাকুন সুন্দর থাকুন ।