খুব অল্প জেনে আন্দাজে মন্তব্য করতে যাবেন না – ভুল হবে আপনার গ্রহন যোগ্যতা কমে যাবে । ৪৮

খুব অল্প জেনে আন্দাজে মন্তব্য করতে যাবেন না – ভুল হবে আপনার গ্রহন যোগ্যতা কমে যাবে । ৪৮

আসলে প্রত্যেক মানুষ যার যার অবস্থান থেকে তার তার পরিবেশ পরিস্থিতি খুব ভাল বুঝে যা অনেক সময় অন্য অবস্থান থেকে আপনার বা আমার বুঝের মধ্যে হয়ত আসে না । যেমন আপনি হয়ত গরীব সারা জীবন শুনে এসেছেন ধনীরা কত খারাপ । কিন্তু আসলে কি তাই ? আপনি কতজন বিত্তশালী লোকের সাথে চলাফেরা, ওঠাবসা করেছেন ? আপনার বন্ধু তালিকায় কয় জন কোটিপতি আছে ? যদি এমন লোকদের সাথে সম্পর্ক বা ওঠাবসা থেকে থাকে তবে অভিজ্ঞতার আলোকে আপনি অবশ্যই তাদের সম্পর্কে বলতে পারবেন যদিও ২/৪ জনের সাথে চলাফেরা করে একটা ক্লাসের সব লোক সম্পর্কে মন্তব্য করা সঠিক নয় । ব্যাপারটা অনেকটা ওই নোয়াখালীর লোক খারাপ বা উত্তরবঙ্গের লোক মফিজ মনে করার মত। কারন নোয়াখালীতেও গুনি বা ভাল মানুষ আছে আবার উত্তরবঙ্গেউ সুপার স্মার্ট লোক আছে ।
আপনি যখন বিশেষ কোন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন আপনি যে বিষয় সম্পর্কে খুব ভাল যানেন শুধু সেই সম্পর্কে মন্তব্য করেবেন । খুব ভাল জানেন না বা পরিষ্কার ধারনা নাই এমন বিষয়ে খামোখা কিছু বলতে গেলে ফালতু বলে বিবেচিত হবে । উদাহরণ হিসেবে আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতার বক্তব্যকে আমলে নিতে পারেন । সাংবাদিক প্রশ্ন করলে যা মাথায় আসে আন্দাজে বলে দেয়া শুরু করে অনেক সময় কোন চাঞ্চল্যকর ইস্যু বা মামলার ব্যাপারে বেফাস মন্তব্য করে যদিও সে ব্যাপারে মামলার তদন্ত অফিসারি এখনও কিছুই যানেন না ।
না বলতে শিখুন । যে ব্যাপারে আপনার দখল নেই সে ব্যাপারে কথা বলা থকে বিরত থাকুন । আপনার কথার গুরুত্ব ও মানুষের মাঝে আপনার গ্রহন যোগ্যতা বারতে থাকবে । ভালবাসা সবাইকে ।

লিখেছেন – Khandokar Robi

 

Join The Discussion

Compare listings

Compare