ঘুষ খায় এমন লোকের সংখ্যা বেশি
নাকি ঘুষ দেয় এমন লোকের সংখ্যা বেশি ? ১৩০
উত্তর টা সবার ই জানা…
ঘুষক্ষোরের চেয়ে ঘুষ দেয়ার মানুষ ই বেশি ।
কারন গুলো হলো
# confidence এর অভাব । নিজের প্রতি বিশ্বাস নেই যে সে পারবে । তাই নিশ্চিত থাকতেই ঘুষ প্রদান ।
# জানেই যে তার যোগ্যতা নেই তাই টাকা দিয়ে হলেও যেন পায় । তাই লোভ দেখিয়ে কাজ হাসিল করতেই ঘুষ টা দেয়া ।
# ধৈর্য্য নেই অস্থির এখনি চাই । তাই তো টাকা ঘুষ দিয়ে কাজটা জলদি করিয়ে নেয়া ।
# জানেই কাজটা ই-লিগ্যাল তো ঘুষ দিয়ে সেটা লিগ্যাল বানিয়ে নেয়া আর কি ।
# প্রয়োজন এত বেশি যে ঘুষ দিয়ে হলেও কাজটা করতেই হবে ।
# 100 জনের সাথে যুদ্ধ করে জেতা কঠিন তাই ঘুষ দিয়েই সবাই কে পরাজিত করা ।
আরো অনেক অনেক কারন ।
কিন্তু এই ঘুষখোর সমাজ ঘুষ দাতাদের মাধ্যমেই সৃষ্টি । তাই তাদের দোষ দিয়ে নিজের দোষ ঘুচাতে পারবেন না ।
নিজের দূর্বলতা লুকাতে যখন ঘুষ দিয়েছেন একবার তখন এই প্রথা বংশ পরম্পরা পর্যন্ত বজায় রাখুন ।
সবাই যদি এক সাথে বলে কাজ হলে হোক না হোলে না হোক এক পয়সা ঘুষ দিবোনা, তখন দেখি তো কার এত সাহস যে ঘুষ চায় ।
একটা চাকরি যখন 10লক্ষ টাকা ঘুষ দিয়ে নিয়েছেন তো সেটা উসুল করতে আপনিও ঘুষ নিবেন এটাই স্বাভাবিক ।
ঘুষ দেয়ার চেয়ে বিকল্প রাস্তা খুঁজে বের করুন । অন্যায় কে অন্যায় দিয়ে শেষ করা যায় না ।
তাই নিজে অন্যের প্রতি ন্যায় আচরন করুন । দেখবেন আপনিও ন্যায় ই পাবেন ।
ঘুষ দিয়েই ঘুষক্ষোর সৃষ্টি করেছেন তাই এখন ঘুষ না দিয়েই ঘুষক্ষোর দমন করুন ।
Collected from Zinias Sultana