ছোট থেকেই বড় স্বপ্ন দেখুন , ৮৫
ছোট বেলা মেহমান আমাদের বাড়িতে বেরাতে এসে অনেকেই আমাকে টাকা দিত আমার স্পষ্ট মনে আছে । আমি সেই টাকা হতে ১০ টাকা বা ২০ টাকার নোট বাবাকে দিয়ে বলতাম বাবা আমার জন্য একটা বিমান কিনে আনবা । বাবা বলত ১০ টাকা দিয়ে বিমান হবে না আমি তখন বলতাম তাইলে বাস কিনে আনবা । বাবা বলত ” বাবা ১০ টাকা দিয়ে বিমান, বাস বা ট্র্যাক কোনটাই হবে না ” । আমি বলতাম বাকি যে টাকা লাগে সেটা তুমি দিবা কিন্তু বিমান, বাস বা ট্র্যাক আমার জন্য কিন্তু আনবাই ।
ছোট থেকেই সপ্ন দেখতাম অনেক বড় । আপনারাও বড় সপ্ন দেখুন ছোটদেরকে বড় সপ্ন দেখতে উৎসাহ দিন