জমি কেনার উপকারিতা ?
আধুনিক যুগে প্রতিদিন অনেক কিছু তৈরি হচ্ছে প্রতিদিন শুধু যে জিনিসটি আর তৈরি হচ্ছে না সেটা হল #জমি । পৃথিবীতে যত রকম বিনিয়োগ আছে তার মধ্যে জমি একমাত্র বিনিয়োগ যা যে কোন সময়ে প্রতি ১০ বছরে মূল্য বৃদ্ধি পায় । ফাকা জমি এমন একটা জিনিস যেখানে আপনার কিছুই করার দরকার নাই এবং যেহেতু সেখানে কিছু করা নাই তাই খুব সহজেই ভাল দাম পেলে দ্রুত বিক্রি করে দেয়া সম্ভব এবং দীর্ঘ মেয়াদি বিনিয়োগ হিসেবে এটা সবচেয়ে ঝামেলা হীন কোন মেরামত করার প্রয়োজন নাই, ঝর তুফানেও জমির কোন ক্ষতি হয় না । বিক্রি করতে গেলেও আপনি ইচ্ছামত দামে বিক্রি করতে পারবেন কারন পৃথিবীর প্রত্যেকটা জমি একটা থেকে অন্যটা আলাদা, কেও আপনার জমি একবার পছন্দ করে ফেললে বাজার দরের চেয়ে বেশি মূল্যতেই বিক্রি করতে পারবেন । আর যখন আপনার কেনা জমিতে যাবেন মনের মধ্যে একটা আলাদা রকমের ভাললাগা কাজ করে । তবে কেনার আগে অবশ্যই সেই এলাকার বাজার মূল্য এবং কাগজ পত্র যাচাই করে কিনবেন । জমি কেনার সময় সবচেয়ে যে জিনিসটি খেয়াল করবেন তা হল জমির অবস্থান অবস্থান অবস্থান অবস্থান । জমি কেনার কিছু সুবিধা নিচে উল্লেখ করা হল –
১। খালি জমি কিনলে সেখানে আপনার কিছু না করলেও চলে ।
২। খালি জমির মালিক যে কোন সময় বিক্রি করতে পারে ।
৩। জমির মালিকদের কোন প্রতিযোগী নেই, কারন প্রত্যেকটা জমি আলাদা ।
৪। দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের করতে চাইলে জমি খুব ভাল ।
৫। জমির মালিকের মনের শান্তি থাকে ।
৬। পৃথিবীতে জমি একমাত্র জিনিস যা কেউ তৈরি করতে পারে না ।