জমি কেনার সময় আপনার করনিও কি কি ?

প্রশ্ন- জমি কেনার সময় আপনার করনিও কি কি ?

আগেই বলে নেই জমি খুব ঝামেলা পূর্ণ একটি বিনিয়োগ । খুব ভাল জমি কিনলেও কোথায় থেকে কোন ঝামেলা আসে হাজির হবে কল্পনাও করতে পারবেন না তাই এই বিনিয়োগ সবার জন্য না । তবে কিছু সতর্কতা অবলম্বন করে এই বিনিয়োগ করা যেতে পারে যেমন  –

# নিজের এলাকায় জমি কিনবেন

#শহরে জমি সবচেয়ে ঝামেলা পূর্ণ আপনি আপনার শহরের স্থানীয় ও প্রভাবশালী হলে কিনতে পারেন

# যেখানে আপনার কোন ক্ষমতা বা পাওয়ার নেই সেখানে কখনই জমি কিনবেন না ।

# কোন উকিলের পরামর্শ ছাড়া কখনই জমি কিনবেন না

# জমি কেনা সহজ বিক্রি কঠিন এই কথা মাথায় নিয়ে জমি কিনবেন ।

# জমি কেনার আগে ভুমি অফিসে নিজে গিয়ে ফাইল দেখে নেবেন জমির মালিক কে ।

# জমি কেনার আগে জমি মেপে নেবেন ।

# জমি মাপার সময় আসে পাশের ৪ জমির মালিক উপস্থিত রাখবেন ।

# জমি মেপে, বায়না করে সাইন বোর্ড দেবেন পড়ে ৩/৬ মাস পড়ে দলিল করে নেবেন ।

# বায়না করার সময় যত কম টাকা দিয়ে পারেন বায়না করবেন ।

chicago

 

Join The Discussion

Compare listings

Compare