জিজ্ঞেস করলেন এটা কি?সবাই সমস্বরে বলল,-একহাজার টাকা। ১৩৭

জিজ্ঞেস করলেন এটা কি?সবাই সমস্বরে বলল,-একহাজার টাকা। ১৩৭
জনপ্রিয় এক বক্তা বক্তৃতার এক মঞ্চে উঠলেন।তিনি একটি একহাজার টাকার নোট হাতে নিয়ে উঁচু করে ধরে জিজ্ঞেস করলেন এটা কি?সবাই সমস্বরে বলল,-একহাজার টাকা।
তিনি বললেন এটা কে নিতে চান?সবাই বলল, আমি নিব ,আমি নিব।
এবার তিনি নোটটি দুমড়ে মুচড়ে দিলেন। তারপর জিজ্ঞেস করল-এখন কে নিতে চান?সবাই একই স্বরে -আমি নিব।
এবার নোটটি পায়ের কাছে ফেলে জুতোর তলে মাড়ালেন।নোটটি নোংরা ও ময়লা হয়ে গেল।তারপর তিনি আবার জিজ্ঞাস করলেন -এখন কে কে নিতে চান?এবারও সবাই নিতে রাজী।
তিনি বললেন, ‘বন্ধুরা এতক্ষন আমি যা বললাম তাতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।আমি এতক্ষন টাকাটি যা কিছু করলাম,এতে টাকাটি যতই দলিত মলিত হোক না কেন,এর দাম একহাজার টাকাই রয়েছে।
আমরা জীবনে কখনো অত্যাচারিত হই,অন্যের হাতে অপমানিত, লাঞ্ছিত হই।বড় ধরণের ভুল করে নিজেকে অযোগ্য, মূল্যহীন মনে করি।কিন্তু যাই ঘটুক না কেন,আসলে আমাদের যোগ্যতা, গুণ আমাদের মাঝেই থাকে । তা কিন্তু কমে না।আবার নতুন উদ্যমে কাজে ঝাপিয়ে পড়ে নিজেকে প্রমাণ করতে পারি”। হতাস হবার কিছু নাই ।
Pic location.-Long Beach, New York
collected from – Diponker Roy Dev
Collected From: Mahiuddin Sohel ভাই

Join The Discussion

Compare listings

Compare