টমাস এডিশন ৯৯৯ বার ব্যার্থ হয়েও বলেন, আমি ৯৯৯ পন্থায় চেষ্টা করেছি। ১০৭
জেমস ডাইসন একজন মোস্ট সফল ব্যক্তি। বিশ্বের সবথেকে নামকরা ব্যাগ লেস ভ্যাকুয়াম ক্লীনার্স এর প্রতিষ্টান তার। যা বিশ্বে ৫০ টিরও বেশি দেশে চলছে অবিরত। এটাই তাকে বিলিয়নিয়ার তৈরি করে। যদিও এর আগে তিনি এই প্রতিষ্টান গড়তে অনেকবার ব্যার্থ হন। কেউ কেউ বলেন তিনি ৫০০০ বার ব্যার্থ হয়েছেন সফল হওয়ার আগে! এই ভ্যাকুয়াম তৈরির জন্য তিনি নানা ধরণের আইডিয়া তৈরি করতেন, কিন্তু সবগুলো ব্যার্থ হতেই থাকে। এভাবে তিনি পরিবারকে কষ্ট দিচ্ছিলেন (যে কোন ক্রিয়েটিভ কিছু করতে বার বার চেষ্টা করত যাওয়া ব্যক্তি এবং তার পরিবারই বুঝবে এই কষ্ট) কিন্তু কোন উপায় বের হচ্ছিলো না। তিনি হতাশ হতেন না,কিন্তু বাস্তবতা তাকে পিছনে ফেলে দিচ্ছিলো। তিনি নিজেকে এই কাজে বেধে ফেলেছিলেন, তা না হলে সফল হওয়া তার মোটেও সাধতো না। ব্যার্থতা আপনার সফলতার পথপ্রদর্শক। আপনাকে নিরন্তর চেষ্টা করতেই হবে। ভেঙে পড়লে কোনভাবেই হবেনা। কিন্তু জেমস ডাইসনের মত সফল ব্যক্তিরা এটাকে ব্যার্থতা না বলে ভিন্ন পথ বলে থাকেন। যেমন টমাস এডিশন ৯৯৯ বার ব্যার্থ হয়েও বলেন, আমি ৯৯৯ পন্থায় চেষ্টা করেছি। আর ১০০০ বারে সঠিক পথ পেয়ে গেছি। ঠিক জেমস ডাইসন এভাবেই নিজেকে ভ্যাকুয়াম ক্লীনার্স এর কাজে সফল পথ খুঁজে পান, তবে অনেক চেষ্টার পর। আর এখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ সফল ধনীর একজন।
collected from – @Mohammed Hasan