টাইম সবারই আসে। কারো হয়তো ৫ মাস পরে আসে কারো ২৫ বছর পরে আসে।। ১৫৪
কত বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী ‘নজর কাড়া’ মেয়েটাও এখন দুই বাচ্চার মা। কিন্তু সেই রূপ আর নাই।এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে কারো ‘নজর কাড়ে’ না!!😢😢😢
.
সব পরীক্ষায় টিচারের এক হাত পাশে বসেও নকল করে জাতীয় ভার্সিটি থেকে পাশ করা ছেলেটা এখন আইবিএ/ডিউ/
এনেসইউর এক্স স্টুডেন্টদের সাথে একি মাল্টিন্যাশনাল কোম্পানীতে “হ্যান্ডসাম” স্যালারিতে ‘দক্ষতার’ সহিত জব করে!!😊😊
.
ক্লাসের সবচেয়ে বেশি পড়াশুনায় সময় ব্যয় করা ছেলেটা এখনো বেকার ঘুরে।😯😯
.
ক্যামেরায়ালার গার্লফ্রেন্ড ভাগায় নিয়ে যাওয়া বাইকয়ালা ছেলেটার ‘হবু বউ’ এখন আরেক ‘স্টাব্লিষ্টড টাকায়ালার’ বিয়ে করা বউ!!😧😧
.
৬ বছর আগে ক্লাসের সবচেয়ে লাক্সারিয়াস ভাবে চলাফেরা করা মেয়েটা এখন লোনের বোঝা মাথায় নিয়ে কাজ করে!!😕😕
.
১৫ বছর আগে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা কন্টিনিউয়াস খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন DU এর এক্স স্টুডেন্ট!!😱😱
.
৭-৮ বছর ধরে নিজের ইচ্ছা মত একের পর এক প্রেম করা সুন্দরী মেয়েটা এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করে!!😔😔
.
৫ বছর আগেও সবচেয়ে বেশি আল্লাদি জুটিটা এখন একজন আরেক জনের ব্লক লিস্টে!!😴😴
.
৬-৭ বছর ধরে বার বার বড়লোক বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সাআআআআ সুন্দরী মেয়েটা এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হয়!!😂😂
.
৩৫-৪০ বছর আগে প্রেম করে বিয়ে করা জুটিটা এখন নিজের ছেলে মেয়ের প্রেম আছে শুনে বাকরুদ্ধ হয়ে যায়!!😅😅
.
১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেয়া মানুষটা এখন নিজেই বন্ধুহীনতায় ভুগে!!😨😨
.
৪-৫ বছর আগে ক্লাসের সবার আগে তুলনামুলক সবচেয়ে ভালো জায়গায় জব পেয়ে ‘স্টাব্লিস্টড’ ছেলেটা এখন দুই বছর ধরে কবরে!!😢😢
.
কখন যে কার কপালে কি ঘটে তা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না। অর্থ বিত্ত রুপ গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি হয়তো সময় কে নিজের মত করে চালাতে পারবেন কিন্তু সব সময় ‘সময়’ আপনার ইচ্ছা আর কর্ম অনুযায়ী চলবে এমন আশা করলে ভুল করবেন।
.
আসলে টাইম সবারই আসে। কারো হয়তো ৫ মাস পরে আসে কারো ২৫ বছর পরে আসে।।।
PIC Kuwait International Airport
[collected] from- Rezwan Ashrafi
pic – Worcester, Massachusetts 2010