ডিজিটাল প্রতারণা ৩৮
১. অনলাইনে স্মার্ট বিদেশী সেজে আপনার সাথে খাতির জমালো (আপনি ছেলে হলে সে মেয়ে, আর আপনি মেয়ে হলে সে ছেলে)। একদিন মেসেজ দিলো, আপনার জন্য বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে। পরদিন কাস্টমসের নামে ফোন পেলেন, ‘অমুক’ আপনার জন্য গিফট-কার্টন পাঠিয়েছেন। ভেতরে রেবেন, রাডো, আইফোন, অর্নামেন্টস, ব্লা ব্লা। ৬০ হাজার টাকা ট্যাক্স বিকাশ করলে মাল ক্লিয়ার হবে, কোরিয়ার সার্ভিস আপনার বাসায় পৌঁছে দেবে। আপনার তর সহে না, টাকা পাঠিয়ে দিলেন। এরপর বাসায় ফকির কলিং বেল টিপলেও লাফাইয়া দরজা খোলেন, কার্টন আসে না 😞 ২. বিদেশী মেয়ে সেজে আপনার সাথে ফেইসবুকে খাতির জমালেন এবং আপনার দেশে ভ্রমণের আগ্রহ প্রকাশ করলেন। একদিন ইমিগ্রেশনের নাম করে আপনার কাছে ফোন আসলো, আপনার সেই বিদেশী বান্ধবী ‘অমুক’ ইমিগ্রেশনে আটকা পড়ছে। ওনার ক্রেডিট কার্ড কাজ করছে না। ভিসাসহ যাবতীয় খরচ একান্ন হাজার পাঁচ’শ পঞ্চাশ টাকা, ইমার্জেন্সি বিকাশ করতে হবে। এ দিকে আপনি আরেক নম্বর থেকে মেসেজ পেলেন, সুইট হার্ট আয়াম ইন ট্রাবল এট এয়ারপোর্ট.. ব্লা ব্লা। আপনি টাকা পাঠিয়ে দিলেন। সুইট হার্ট আর আসে না, লজ্জায় কাউরে কইতেও পারছেননা 😞 কি করবেন? ১. মাথা খাটান ২. লোভ সামলান ৩. নিকটস্থ থানায় জিডি করুন ৪. প্রয়োজনে আমাদেরকে নক করুন (জেনে রাখা ভালো, এসব প্রতারকরা এয়ারপোর্টের আশেপাশেই আসে না। ঢাকায় দূরবর্তী এলাকায় কিংবা আশেপাশের জেলায় বসে বসে প্রতারণার জাল বুনে) Magistrate all airport of Bangladesh COLLECTED
আপনি যখন সফল তখন মেয়েদের অভিযোগ ৩৯
আপনি যখন সফল তখন মেয়েদের অভিযোগ আপনি তাকে সময় দেন না, সারাক্ষন শুধু ব্যস্ত,বলতে থাকবে-
এত টাকা দিয়ে জীবনে কি করবেন ?
জীবনে টাকাই সব না ?
টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায় ?
এবার আপনি ওই মেয়েকে বলেন যে ” আপনার পরিচিত এক গরীব বেকার ছেলেকে বিয়ে করেন যে আপনাকে অনেক সময় দেবে, অনেক ভালবাসবে, হয়ত তার অনেক টাকা নাই কিন্তু তাতে কি ?
এত টাকা দিয়ে জীবনে কি করবেন ?
জীবনের তো আর টাকাই সব না ?
টাকা দিয়ে তো সব কিছু পাওয়াও যায় না ?
***********দেখবেন মেয়ের গলার সুর পাল্টে গেছে ***************
বাস্তবতা- জীবনে চলতে গেলে টাকারও দরকার আছে আবার প্রেমেরও প্রয়োজন আছে । আমি মনে করি – ” যে মেয়ে বলে যে জীবনে টাকার খুব একটা দরকার নাই সে হয় বোকা নয় মিথ্যাবাদী ” । জীবনসঙ্গী হিসেবে বোকা আর মিথ্যাবাদী কোনটাই মঙ্গল জনক না, সুতরাং এমন মেয়ে থেকে সাবধান ।
শিক্ষা- জীবনে কাজ করুন, হালাল ভাবে টাকা আয় করুন । প্রিয়জন ও পরিবারকে সাধ্যমত সময় দিন, ভালবাসুন, ভাল থাকুন ।