ডিভোর্সের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে । ১৫৮

ডিভোর্সের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে । ১৫৮

একসাথে বসবাস করতে প্রয়োজন বিশ্বাস, ভালবাসা, ও ছার দেয়ার মানসিকতা যা দিন দিন কমে যাচ্ছে আর হু হু করে বেরে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা । অনলাইনে ভালবাসার গল্প না লিখে বাস্তবে পাসের মানুষটিকে ,ভালবাসি তার হাসি মাখা মুখটি হোক আমাদের সকলের কাম্য । দেখুন ঢাকা_সিটি কর্পোরেশনের জরিপ অনুযায়ী তালাক :
►২০০০ সালে ২ হাজার ৭৫৩টি।
►২০১১ সালে ৫ হাজার ৩২২টি।
►২০১২ সালে ৭ হাজার ৬৭২টি।
►২০১৩ সালে ডিভোর্সের ঘটনা ছিল ৮ হাজার ২১৪টি।
►২০১৪ সালের জুলাই পর্যন্ত রাজধানী ঢাকাতে ডিভোর্স হয়েছে ২২ হাজার ৪৮৮টি।
►(২০১৫-২০১৬ এর হিসাব চলতেসে, খুব শীঘ্রই পাবলিশ হবে)

Join The Discussion

Compare listings

Compare