ডীজীটাল মেয়ে প্রতারক ৫৭
প্রায় ১০ বছর যাবত অনেক স্মার্টফোন ব্যাবহার করেছি, অনেক বার হাত থেকে ফোন পরে গেছে, স্ক্রিন প্রটেক্টর ভেঙে গেলেউ কখনও ফোন ভাঙে নি ।
কিন্তু আজকাল মেয়েদের প্রতিদিন ফোন ভাঙে, ফোন পানিতে পরে, ফোন নষ্ট হয় । আমার মনে হয় ফেসবুকে ব্যাবসায়ি, প্রবাসি বা চাকুরি জীবি ও অত্যান্ত স্বচ্ছল পরিবারের পুরুষদের টার্গেট করে একদল মহিয়সি নারী এই মহান কাজের সাথে জরিত ।
গত কয়েক বছরে এমন শতশত ঘটনার রাজ সাক্ষী আমি । আপনাদের যার যার সাথে এমন ঘটনা ঘটেছে সেটা উল্লেখ করতে ভুলবেন না ।
এখানে উল্লেখ থাকে যে এসব কাজের সাথে জরিত ফেসবুক একাউন্ট গুলোর মধ্য কিছু একাউন্ট ফেক হলেও বেশীরভাগ মেয়েরাই রিয়েল আইডি থেকে এই লাভজনক বিজনেসটি পরিচালনা করছে ।
উপদেশ – কোন মেয়ে এমন কাজ করলে তাকে উক্ত নষ্ট ফোন নিয়ে আপনার কাছে সরাসরি আসতে বলবেন – সে কখনই আসবে না আর যদি আসে তো জিজ্ঞাসা করবেন – যে আমি কেন আপনাকে ফোন কিনে দেব ? অনেকে আবার এই বিজনেসে খুব এক্সপার্ট তারা ফোন কিনে চাইবে না ফ্রেন্ড হিসেবে ধার চাইবে যা কোনদিন ফেরত পাবেন না ।
বাঁচার উপায় – সোজা ব্লক মেরে দিন তানাহলে টাকা নেবার পরে সেই আপনাকে ব্লক মারবে ।
লিখেছেন – সারা দুনিয়ার বাটপার মেয়েদের ত্রাস, যিনি ছেচরা মেয়েদের রেগুলার দেন বাঁশ । আপনাদের সুপরিচিত Khandokar Robi
ইনবক্স ফ্যাক্ট ।