ডীজীটাল মেয়ে প্রতারক  ৫৭  

ডীজীটাল মেয়ে প্রতারক  ৫৭

প্রায় ১০ বছর যাবত অনেক স্মার্টফোন ব্যাবহার করেছি, অনেক বার হাত থেকে ফোন পরে গেছে, স্ক্রিন প্রটেক্টর ভেঙে গেলেউ কখনও ফোন ভাঙে নি ।
কিন্তু আজকাল মেয়েদের প্রতিদিন ফোন ভাঙে, ফোন পানিতে পরে, ফোন নষ্ট হয় । আমার মনে হয় ফেসবুকে ব্যাবসায়ি, প্রবাসি বা চাকুরি জীবি ও অত্যান্ত স্বচ্ছল পরিবারের পুরুষদের টার্গেট করে একদল মহিয়সি নারী এই মহান কাজের সাথে জরিত ।

গত কয়েক বছরে এমন শতশত ঘটনার রাজ সাক্ষী আমি । আপনাদের যার যার সাথে এমন ঘটনা ঘটেছে সেটা উল্লেখ করতে ভুলবেন না ।
এখানে উল্লেখ থাকে যে এসব কাজের সাথে জরিত ফেসবুক একাউন্ট গুলোর মধ্য কিছু একাউন্ট ফেক হলেও বেশীরভাগ মেয়েরাই রিয়েল আইডি থেকে এই লাভজনক বিজনেসটি পরিচালনা করছে ।

উপদেশ – কোন মেয়ে এমন কাজ করলে তাকে উক্ত নষ্ট ফোন নিয়ে আপনার কাছে সরাসরি আসতে বলবেন – সে কখনই আসবে না আর যদি আসে তো জিজ্ঞাসা করবেন – যে আমি কেন আপনাকে ফোন কিনে দেব ? অনেকে আবার এই বিজনেসে খুব এক্সপার্ট তারা ফোন কিনে চাইবে না ফ্রেন্ড হিসেবে ধার চাইবে যা কোনদিন ফেরত পাবেন না ।

বাঁচার উপায় – সোজা ব্লক মেরে দিন তানাহলে টাকা নেবার পরে সেই আপনাকে ব্লক মারবে ।

লিখেছেন – সারা দুনিয়ার বাটপার মেয়েদের ত্রাস, যিনি ছেচরা মেয়েদের রেগুলার দেন বাঁশ । আপনাদের সুপরিচিত Khandokar Robi

ইনবক্স ফ্যাক্ট ।

 

Join The Discussion

Compare listings

Compare