ঢাকার ট্র্যাফিক কমানর উপায় কি কি ? ১২৮
অনলী এরশাদ চাচা ইজ রিয়াল, আবার সকলকে সাইকেল চালিয়ে অফিসে যাওয়া-আসার নিয়ম বাধ্যতামূলক করা হোক। এতে করে
১. ঢাকা শহরের যানযট ৮০% কমে আসবে।
২. কার্বন নিঃসরনের পরিমাণ অনেক কমে যাবে।
৩. দূর্ঘটনা ঘটর সংখ্যা কমে যাবে।
৪. যাত্রী হয়রানী কমবে।
৫. যারা ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা থেকে মাওনা, গাজিপুর ইত্যাদি স্হানে অফিস করে, তাদেরকে অফিসের কাছাকাছি থাকতে হবে। এতে করে
৫.ক) তারা পরিবারকে বেশি সময় দিতে পারবে।
৫.খ) তাদের মাসিক বাজার খরচ অনেক কম লাগবে।
৫.গ) শুধুমাত্র সবকিছুর ঢাকা কেন্দ্রিক নির্ভরতা অনেক কমে যাবে।
৫.ঘ) তারা যে সব এলাকায় থাকবে, ঐ সব এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে।
৫.ঙ) তাদেরকে ঘিরে নতুন ব্যবসা/কর্মসংস্হানের সৃষ্টি হবে। ইত্যাদি।
৬. কর্মের সাম্যবস্হা বিরাজ করবে।
৭. জীবনমানের ভারসাম্য আসবে।
৮. শহুরে অনেক আধুনিক সেবা সেসব এলাকায় পৌছাবে।
আরোও অনেক কিছু সংঘঠিত হবে সামান্য একটি আইন পাশ করার মাধ্যমে। আমার মত ছোট মানুষের কথা আর ছোট মাথার বুদ্ধিতে আরোও অনেক কিছুই কিলবিল করে, কিনতু ছোট মুখে বড় কথা বলতে সাহস পাই না………………………
Collected from- MN Rayhan
Pic location- Manhattan, New York