তিনশত টাকা দিয়ে বললাম চাচা আজকে আর রিকশা চালাইয়েন না ১০৫
এলিফ্যান্ট রোড থেকে পল্টন যাবো, রিকশা খুঁজতেছিলাম—
তখন এক রিকশাওয়ালা ড্রাইভার এসে বললো ‘বাবা আমি যাবো আমার রিকশায় উঠেন” রিকশাওয়ালা কে দেখে আমার অনেক খারাপ লাগলো, বয়স্ক মানুষ কিভাবে চালাবে,ভাবতে ভাবতে উনার রিকশায় উঠলাম……
১০ মিনিট চালানোর পর উনি হঠাৎ বললেন বাবা আমি ঐ টং এর দোকানের সামনে রিকশাটা একটু রাখি?? আমি বললাম কেন চাচা?? তখন উনি বললেন অনেক ক্ষুধা লাগছে একটু বনরুটি আর পানি খাবো….
রিকশাওয়ালা কে অনেক বেশি ক্লান্ত আর ক্ষুধার্ত লাগছিল দেখে অনেক বেশি মায়া লাগলো ইচ্ছে করলো ইস!! আমার যদি সামর্থ্য থাকতো তাহলে উনাদের মতো মানুষদের জন্য একটা বৃদ্ধাশ্রম খুলতাম……….
তখন উনাকে বল্লাম চাচা আপনার বনরুটি খেতে হবে না আপনি সামনে একটা ভালো রেস্টুরেন্ট পেলে ঐখানে রিকশা থামাইয়েন, উনি বললেন কেন চাচা আপনি আমাকে খাওয়াবেন??
আমি উত্তর দেয়ার আগেই উনি আমার পিঠে হাত দিয়ে বললেন আল্লাহ আপনারে অনেক বড় করুক…………
সামনে অনেক ভালো একটা রেস্টুরেন্ট দেখে চাচাকে বললাম চাচা থামান ঐ যে রেস্টুরেন্ট, উনি দেখে বললেন না বাবা আমি ঐ রেস্টুরেন্টে যাবো না, ঐখানে আমাকে দেখলে মানুষ হাসবে ঘৃনা করবে, চাচার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো………
আমি উনাকে কোনভাবেই ঐ রেস্টুরেন্টে যাওয়ার জন্য মানাতে পারলাম না, রাজি করতে পারলাম না।
বললাম আচ্ছা তাহলে সামনে চলুন, তখন সামনে একটা নরমাল রেস্টুরেন্ট দেখে রিক্সা থামিয়ে চাচাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, বললাম চাচা আপনার যা খুশি তা অর্ডার করেন, তারপর চাচা উনার মন মতো অর্ডার করে পরম তৃপ্তির সহিত খাচ্ছিলেন…………..
আমি উনার দিকে তাকিয়েই থাকলাম, আর ভাবলাম আহারে পৃথিবীতে মানুষ কতো কতটা অসহায়!!
তারপর পল্টনে এসে জিজ্ঞাসা করলাম চাচা এখন কই যাবেন? উনি বললেন আরো দুইঘণ্টা রিকশা চালাবেন। আমি উনাকে বললাম দুই ঘন্টা রিকশা চালালে আপনি কত টাকা পাবেন? উনি বললেন ২০০/ টাকার মতো, তখন আমি উনার হাতে ভাড়া সহ তিনশত টাকা দিয়ে বললাম চাচা আজকে আর রিকশা চালাইয়েন না, বাসায় গিয়ে আরাম করুন!! তখন টাকা হাতে নিয়ে চাচা কান্না করে দিলেন।
তারপর চাচাকে বিদায় করে বাসার লিফটে উঠলাম তখন মনের মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব করলাম, দুই ঘন্টার জন্য হলেও কাউকে বিশ্রাম করার সুযোগ করে দিতে পারলাম। আজকে নিজেকে অনেক বেশি সুখী লাগছে।
বিঃদ্রঃ নিজেকে ভালো মানুষ প্রমান করার জন্য এটা ফেসবুকে দেওয়া হয় নাই, মানুষ কে ভালো কাজে উৎসাহিত করার জন্য দেওয়া হয়েছে!!
collected from @Md Golam Rashed Togor is with মোঃ গোলাম রাশেদ টগর