দেশে কেন সৎ রাজনীতিবিদ নাই ? কেন ভালমানুষগুলো রাজনীতি করে না ?৪১

দেশে কেন সৎ রাজনীতিবিদ নাই ? কেন ভালমানুষগুলো রাজনীতি করে না ?৪১

——
আপনারা যারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে পরেন তারা কি জানে না যে তাদের লেখা পরার খরচ কোথায় থেকে আসে ? কারা এই টাকার যোগান দেয় ? দেশের কৃষক, মজুর, শ্রমিক ও মেহনতি মানুষের ঘামের টাকায় আপনাদের শিক্ষা হয় । এই জনগণের টাকায় শিক্ষিত ডাক্তার কে যখন বলা হয় অন্তত ৩তি বছর আপনাকে গ্রামের গরীব অবহেলিত জনপদের মানুষদের স্বাস্থ্য সেবা দিতে হবে, তাদের খুব কষ্ট হয় । ওই ডাক্তার গ্রামে না গিয়ে শহরে প্রাইভেট ক্লিনিকে কাটায় আর মাস শেষে নির্লজ্জের মত বেতনের টাকাটা ঠিকই নেয় ।
একি চিত্র সরকারি বিশ্ববিদ্যালয়ে থেকে পাস করা ইঞ্জিনিয়ার দের ক্ষেত্রেও । জনগণের টাকায় শিক্ষিত হয়ে প্রতিদিন মানুষকে সেবা দেয়ার পরিবর্তে উল্টো লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছেন । অফিসে বসে দেশের টাকা লুট করছেন । ।
শুধু তাই না দেশের মানুষের দেয়া ট্যাক্সের টাকায় লেখাপড়া করা একশ্রেণির মেধাবী আছে যারা যে কোন ভাবেই হোক বিদেশ চলে যাবে । বিদেশে গিয়ে নিজে ভাল থাকতে পারলেই মিটে গেল । অথচ তাদের শিক্ষার পিছনে প্রতি বছর সরকারি রাজস্বর হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে ।
এরপরে বেসরকারি/সরকারি চাকুরি জীবিদের বিশাল একটা অংশ ঘুষের সাথে জরিত । বাবসায়িদের একটা বড় অংশ এই দেশে খেয়ে পড়ে ও টাকা কামিয়ে সেটা বিদেশে পাচার করছে । দেশের প্রতি দেশের মানুষের প্রতি এদের কোন দরদ নেই । মায়া নেই মমতা নেই, দায়িত্ববোধ নেই, এটাই আমাদের দেশের মানুষের আসল চরিত্র । আমরা বিশ্ব বিদ্যালয়ে ফাস্ট ক্লাস ফাস্ট হউয়া ছেলেটার প্রাপ্য চাকুরীটা ছিনিয়ে নিতে লাখ লাখ টাকা ঘুষ দিতেও লজ্জা পাই না এমনি নির্লজ্জ আর বেহায়া ।

আমাদের দেশে একজন ইউপি মেম্বার হতে গেলে লাখা লাখ টাকা খরচ করতে হয় । চেয়ারম্যান হতে গেলে কোটি টাকা । আর এমপি হতে গেলে ৫/১০ কোটি টাকায় হিসেব মিলে না । কিন্তু কেন ? নির্বাচনে তো তার এত টাকা লাগার কথা না । ভাল রাজনীতিবিদ, সৎ ইয়াং ছাত্রনেতা কিংবা সৎ চেয়ারম্যান প্রার্থী কোথায় পাবে এত টাকা ?
আমেরিকাতে কেউ নির্বাচন করলে জনগন তাদের চাদা দেয়, ফান্ড কালেকশন করে আর আমাদের দেশে নির্বাচন করলে নেতাকে চাদা দিতে হয়, টাকা দিয়ে ভোট কিনতে হয় । নিজের আবাদি জমি বিক্রি করে নির্বাচন করে দেশের অনেক চেয়ারম্যান পদপ্রার্থীকে পথের ফকির হতে দেখেছি । নির্বাচনে যদি কোটি টাকা খরচ করতে হয় তবে সে আপনাকে কি সেবা দেবে ? তার নিরবাচনের খরচ আর পরবর্তী নির্বাচনের মূলধন যোগাতে তার রাতের ঘুম হারাম । কি আসা করবেন এমন নেতার কাছ থেকে ?

এমপি হবার পরে লিফট ম্যানকেও চাদা দিতে হয়, ১ হাজার টাকা দিলে চলে না প্রেস্টিজ থাকে না । কোথায় থেকে আসে এসব টাকা ? আমার পরিচিত এক এমপি সাহেব আছেন যার মাসে ৫০ লাখ টাকা দিয়েও হয় না । কমিশনের বিনিময়ে টেন্ডার, ঘুষের বিনিময়ে চাকুরি, টাকার বিনিময়ে বদলি, ভুমি দখল থেকে শুরু করে এমন কাজ নেই যা এমপি সাহেব করেন না । থানার খুন, ধর্ষণ, সহ যে কোন রকমের মামলা দেখার দায়িত্ব পুলিশের হলেও এমপি সাহেব সেসব বেপারেও দিনরাত সময় দেন শুধু দলের সাঙ্গও পাঙ্গ দের চালিয়া নেয়ার জন্য । দলের ছেলেপেলেদের ফেন্সিদিল আর ইয়াবার টাকা দিতে হয় ।

যে নেতা বাসায় মানুষের গেলে টাকা দেয় না, এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে চাদা দেয় না, , আমরা তাকে ভোট দেই না । সৎ খেটে খাওয়া মানুষকে আমরা নেতা মানি না । আমরা ভোট দেই সেই নেতাকে যে ক্লাবে চাদা দেয়, যে নেতা মেয়ের বিয়েতে সাহায্য করে, এলাকার প্রতিষ্ঠানে টাকা দেয়, চিকিৎসায় সাহায্য করে, কুলখানিতে গরু দান করে, অন্যায় ভাবে অপরের জমি দখল করে আছেন নেতা আপনাকে সাপোর্ট দেয় । আমাদের চিন্তা, চেতনা, ভাব আদর্শ যখন এমন নোংরা দুর্গন্ধে ভরা তখন ভাল মানুষ কি করে নেতা হবে ? ভালমানুষ কি করে রাজনীতি করবে ? কি করে সুস্থ রাজনীতি ফিরে আসবে ? আর কেন ভাল মানুষ এই নোংরা রাজনীতি তে আসবে ? আমাদের দেশে রাজনীতি করতে হলে চাঁদাবাজি করতে হয় । কোমরে অস্ত্র রাখতে হয় । রাজনীতি একটি ঘৃণিত পেশার নাম । তাই কোন ভালমানুষ এ দেশে রাজনীতি করে না ।
গণতন্ত্রের সুফল সেদিন আসবে যেদিন দেশের নাগরিক সুশিক্ষিত হবে, সচেতন হবে, সৎ হবে, নিতিবান হবে, ভোট দেয়ার সময় দেশ ও জাতির কথা মাথায় রাখবে, ভালমানুষের সম্মান করবে, মর্যাদা দিবে । দেশের নাগরিক ভাল না হলে সে দেশে কোনদিন ভাল নেতা হয় না । আসা করছি আগামীতে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে মানুষের বিবেক যেগে উঠবে আমাদের দেশেও সৎ ও মেধাবী মানুষগুলো রাজনিতি করবে নেতা হবে ।

Join The Discussion

Compare listings

Compare