” নাই টাকা থেকে আপনি যখন অনেক টাকার মালিক হবেন ” ৯৩
আপনার যখন অবস্থা খারাপ ছিল তখন ———————————-
১- সমাজ তো দুরের কথা অনেক আত্মীয় স্বজন ও আপনাকে তাদের বিয়ে সাদি বা অনুষ্ঠানে দাওয়াত দিত না ।
২- অনেক কাছের মানুষও আপনাকে ঠিক মত চিনত না ।
৩- কেই আপনার বাসায় বেরাতে আসত না আপনার খোঁজ নিত না । লোকে আপনার সাথে মিশলেও কেউ জানতে চাইত না যে ” আসলে কি করে আপনার সংসার চলছে ? ”
৪- রাত দিন সমান করে বাইরে ঘুরে বেরাতেন কোন সমস্যা ছিল না । ডাকাতের সামনে পরলেউ আপানকে ছেরে দিত কিছু নাই বলে ।
৫- টাকাওয়ালা মানুষগুলো যে কত খারাপ সে গল্প শুনতেন কারন আপনার পাশের টাকা ছাড়া মানুষগুলো সে গল্পই করত । আর আপনি শুনে মনে মনে ভাবতেন হা তাইত বড়লোক মানুষ এত খারাপ কেন ? মানুষের বিপদে কেন পাশে আসেনা, কেন একটু টাকা পয়সা দেয় না ।
আপনার এখন অনেক টাকা পয়সা হয়েছে তাই ——————
১- আত্মীয়, স্বজন, বন্ধু, বান্ধব তথা পুরা সমাজের সব বিয়েতে আপনাকে দাওয়াত দেয়া হবে ।
২- অনেক দূর সম্পকের লোক ও সম্পর্ক জোরা তালি দিয়ে আপনার আত্মীয় হয়ে যাবে নয়ত কমপক্ষে আপনার বংশের বা এলাকার কোন লোকের সাথে খুব ভাল সম্পর্ক ছিল বলে আপনার কাছে আসতে চাইবে ।
৩- যে আত্মীয় কে জীবনে দেখেন নাই সে আপনার বাসায় বেরাতে আসবে, আপনি কেমন আছেন সে খোঁজ নেবে ।
৪- খুব হিসেব করে চলতে হবে একা কথাও যেতে পারবেন না, ডাকাতের দরকার পরবে না সুযোগ পেলে পাশের নিরীহ লোকটিই ডাকাত হয়ে যাবে ।
৫- টাকা ধার দেয়া যে কত খারাপ সে গল্প শুনবেন কারন আপনার পাশের টাকাওয়ালা মানুষগুলো তাদের অভিজ্ঞতা শেয়ার করবে আর আপনি নিজেও নিজের জিবনের অভিজ্ঞতা থেকে যানবেন ।
৬- যে লোকের সাথেই খুব ক্লোজ ভাবে মিসবেন সেই আপনার কাছে টাকা পয়সার সুবিধে চাইবে ।
৭- আপনার কাছে মানুষ সবসময় কিছু আসা করবে, গিফট দেবেন সেটা পছন্দ হবে না বলবে এত বড়োলোক মাত্র এই কয় হাজার টাকার জিনিস দিল ?
৮- সাহায্য না অনেকে টাকা ধার নেবে কিন্তু তাহা ইহ জীবনে ফেরত দেবে না , কারন আপনার অনেক টাকা আছে আর তাদের নাই ।
৯- যে ছেলে আপনার ক্লাস থেকে ৫ বছরের জুনিওর সেই বাইরে গিয়া আপনার সম্পর্কে কথা উঠলে বলবে ” আমরা ২ জন তো এক সাথেই লেখাপড়া করতাম ” ।
১০- যে লোককে আপনি আগে থেকেই চিনতেন না সে উলটা বলবে যে ” এখন কি আর আমারে চিনবেন ? আমরা গরীব মানুষ আর আপনি তো এখন অনেক বড়লোক হইছেন । ”
১১- লোকে আপনাকে নির্বাচন করতে বলে এলাকায় কোন সালিস দরবার হলে লোক আপনাকে ডাকবে ।
তো আপনি কি করবেন ?
স্বার্থের দুনিয়া খুব হিসেব করে চলতে হবে । । কোন নতুন লোকদের সাথে বন্ধুত্ত করবেন না পুরাতন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে চলতে থাকুন । কাওকে টাকা পয়সা ধার দিতে যাবেন না সে যেই হোক না কেন আর টাকা না দিলে যদি সম্পর্ক না থাকে সে সম্পকের আপনার কোন দরকার নাই ।
উপরে উল্লেখিত ঘটনা গুলোর মধ্যে আপনার সাথে ঘটেছে সেটি উল্লেখ করতে ভুলবেন না আর আপনাদের নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরতে ভুলবেন না প্লিজ ।
copyright – Khandokar Rob