নিচে সুখী হবার সহজ কিছু উপায় তুলে ধরা হল ঃ ১০০

নিচে সুখী হবার সহজ কিছু উপায় তুলে ধরা হল ঃ ১০০

পৃথিবীতে সুখ একমাত্র জিনিস যা সবাই ক চায় এজন্য শিল্পী তার গানের সুরে বলেছেন- “সবাইত সুখী হতে চায় ” । কিন্তু সুখ সে তো অমূল্য, সাত রাজার ধনের বিনিময়েও তাকে অনেক সময় পাওয়া যায় না ।

নিচে সুখী হবার সহজ কিছু উপায় তুলে ধরা হল ঃ

১- পরিবার/ফ্রেনড- পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি সময় অতিবাহিত করুন এতে আপনি অনেক মানসিক সুখ ও শান্তি লাভ করবেন । মৃত্যুর আগে মানুষের টপ ৫ টি দুঃখের মধ্যে একটি হল পরিবার ও বন্ধুদের সাথে যথেষ্ট সময় না দেয়া ।

২-ভ্রমন/ঘুরা- জীবনের সুন্দর ভ্রমনের কথা গুলো মনে করে দেখুন মুহুরতের মধ্যে সেই সুখ অনুভব করতে পারবেন । ভ্রমনে যত টাকাই খরচ করেন না কেন তার জন্য আপনার কখনই দুঃখ অনুভব হবে না । one study found that spending 20 minutes outside in good weather not only boosted positive mood, but broadened thinking and improved working memory…

৩- সাহায্য – মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন । অনাহারি মানুষকে খেতে দিন, শীতে কষ্ট করছে এমন মানুষকে আপনার একটি জামা দান করুন , দেখবেন মনের মধ্যে এক পরম শান্তি খুজে পাবেন ।

৪- হাসুন- প্রান খুলে হাসুন । মানুষের সাথে হাসি মুখে কথা বলুন এতে আপনি শান্তি খুজে পাবেন আর পাসা পাসি দেখবেন মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করা শুরু করে দিছে ।

৫- নিজের যত্ন নিন- অন্যদের জন্য তো অনেক কিছুই কিনলেন মাঝে মাঝে নিজের জন্য কিছু কিনবেন , নিজেকে রাজার মত খেদমত করুন । মনে করেন আপনি দুনিয়ার বাদশাহ আর দুনিয়ার সেরা পোশাক বা খাবার নিজের জন্য আয়োজন করুন মনে রাখবেন দুনিয়ায় আপনাকে আপানর চেয়ে আর কেউ বেশি ভালবাসে না । নিজেকে ভালবাসুন সুখী হন ।

এছাড়া আর কি কি ভাবে সুখী হউয়া যায় সেটা আপনারা কমেন্টে উল্লেখ করুন । এখানে আপনার কমেন্ট থেকে সবাই জানতে পারবে সুখের গোপন সুত্র । সাথে থাকার জন্য ভালবাসা সবাইকে ।

 

 

কেমন মেয়েকে বিয়ে করবেন তার চেয়ে বেশি গুরুত্ব পূর্ণ হল কেমন মেয়েকে বিয়ে করবেন না । নিচে তার কিছু তালিকা দেয়া হল-

৩- অহংকারি- এটা হচ্ছে মারাত্মক একটা সমস্যা এর মধ্যা অই মেয়ের আরও অনেক দোষত্রুটি গুলো লুকিয়ে আছে । মেয়ের বংশ, পরিবারের শিক্ষা, তার মেধা, জ্ঞান, রুচিবোধ, চিন্তা ভাবনা সব কিছু প্রকাশ পায় । বিয়েতো দুরের কথা এমন মেয়েদের সাথে চলা ফেরাও করবেন না । মানবের মধ্য অত্তান্ত নিচের শ্রেণির মানুষ এরা ।

২- অভিযোগ কারি- এরা সারা দিন সবকিছু নিয়ে অভিযোগ করতে থাকে । খুব গরম, ভাল্লাগে না , এটা এমন কেন ? ওইটা অমন কেন ? এটা এমন হলে ভাল হত, সকালে কল করনি কেন ? এই মার্কেট ভাল না , এই রাস্তা দিয়ে কেন আসিলা ? অন্য রাস্তা দিয়া গেলে আরও ভাল হত ………………………….. অভিযোগের ক্ষনি এমন মেয়ে থেকে দূরে থাকবেন এরা নিজেরা কখনও কোন কিছু নিয়া খুশি না আপনাকেও কোন দিন শুঁখে থাকতে দেবে না ।

১- লোভী- আপনি যত টাকা আয় করেন না কেন এমন মেয়েকে আপনি কোন দিন খুশি করতে পারবেন না । আপনি যত দিবেন এদের ততই অভাব বাড়বে । কারন এরা দুই চোখে যা দেখে তার সব তাদের প্রয়োজন এদের নিয়া রাতে চাঁদ দেখতে বেরুবেন বাসায় ফিরে আফচস করবে ইস চাঁদটা যদি বাসায় নিয়ে আসে আলমারিতে তুলে রাখতে পারত তাইলে ভাল হত । লোভী মেয়েদের চাহিদার শেষ নেই সারা দুনিয়া এনে দিলেও বলবে মঙ্গল গ্রহটা কিন্তু এখনও আইনা দেও নাই ।
আর যদি মঙ্গল গ্রহ এনে দেন তাইলে বলবে নেপচুন, প্লটও………………………………………………………………………………………………………………..।।

আরও অনেক বিষয় আছে যেগুলো আপনারা কমেন্টে লিখতে পারেন সবাই মিলে মুক্ত আলোচনা করার জন্য ।

Join The Discussion

Compare listings

Compare