পকেটে টাকা থাকলে সেই ফিলিংস !!!! নিচে টাকা সেভ করার কিছু উপায় তুলে ধরা হল — ৯৮
১- মাসিক বাজেট করে টাকা খরচ করবেন ।
২- দামা দামি করে কেনাকাটা করবেন কেনার আগে তুলনা করবেন ।
৩- সবকিছুই ব্র্যান্ড এর কেনার অভ্যাস ত্যাগ করুন ।
৪- কেনাকাটা করার আগে লিস্ট করে নেবেন কোন ভাবেই তার বাইরের কিছু কিনবেন না ।
৫- বেশি লাগে এমন জিনিসগুলো বেশি করে পাইকারি দামে কিনুন ।
৬- অনলাইনে এবং সেল পেলে কেনাকাটা করুন ।
৭- নিকটবর্তী লোকেশনে গাড়ি না ব্যাবহার করে হেটে যান ।
৮-প্রতিমাসে কিছু টাকা বিনিয়োগ করুন ।
৯- ক্রেডিট কার্ড না ক্যাশ টাকা খরচ করুন দেখবেন দিনে কত টাকা খরচ করছেন । কার্ড দিয়ে ১০ লাখ খরচ করলেও বুঝা যায় না ।
১০- বাসায় পার্টি করুন, বাইরের খাবার যথা সম্ভব পরিহার করুন ।
১১- প্লেন টিকেট, হোটেল বুকিং, অনলাইনে করুন এবং অনেক আগে থেকে কিনে রাখুন এতে দাম অনেক কম পরবে ।