পরগাছা : ১১১
পরজীবী উদ্ভিদ । যার নিজের অস্তিত্বই টিকে থাকে আরেক জনের উপর । এক কথায় পর নির্ভরশীল ।
আর এই সব শুধু উদ্ভিদেই নয় মানবজীবনেও পরিলক্ষিত হয় ।
– কিছু মানুষ আছে যারা অন্যের উপর নির্ভর থাকতে ভালোবাসে । মানে দায়সারা স্বভাব যাদের ।
– কিছু মানুষ আছে যারা নিজের কতৃত্ব্য বজায় রাখতে অন্যকে পরগাছার মতো নির্ভরশীল রাখতে চায় । এক কথায় সৈরাচার ।
– কিছু মানুষ আছে যারা ধর্মের নামে পরনির্ভরশীল রাখে আর পরনির্ভরশীল থাকে । এক কথায় ধর্মান্ধ । যদিও ধর্মে এসব নাই ।
– আর কিছু মানুষ আছে যারা আত্মনির্ভরশীল হওয়ার কথা ভাবে কিন্তু নিজেকে দুর্বল আর অসহায় ভেবে অবস্থান পরিবর্তনের সাহস পায়না । আত্মবিশ্বাসের অভাব ।
আমরা মানুষ কোন পরগাছা নই ।
জন্ম একা । মৃত্যুর পর কবরেও একাই পাঠাবে ।
মা বাবা ভাই স্বামী সন্তান কাউকেই পাঠানো হবেনা সাথে । তবে কেন এই দুই দিনের পৃথিবীতে আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে চাই ???
আমি বলছিনা সবাইকে চাকরি করতে হবে ।
বলছিনা সবাই কে টাকা রোজগার করতে হবে ।
বলছিনা সবার সার্টিফিকেট থাকতে হবে ।
বলছিনা কাউকে একা থাকার অভ্যাস করতে হবে ।
বলছি শুধু এটুকু যে কেউ না থাকলে যেন কারো জীবন থমকে না দাড়ায় । কারো অনুপস্থিতী যেন কারো জীবনের হুমকি না হয় ।
Bodyguard রাখুন তবে নিজেও কিছু শিখে রাখুন যের bodyguard এর ছুটির দিন আপনি নিজেই নিজের খেয়াল রাখতে পারেন ।
বন্ধু আমার সাতার জানে
তাই ঘুরতে গেলাম মাঝ নদীতে
সে এত ভালোবাসে যে আমার বিশ্বাস পানিতে পরলে বাঁচাবে
তাই নিজের আর সাতার না শিখলেও চলবে ।
পরের আশা মানেই মরার আশা ।
– নিজেও সাতার শিখুন । নিজে পানিতে না পরলেও অন্য কেউ পরলে যেন বাঁচাতে পারেন সেই ভেবে ।
– লাইফ জ্যাকেট সাথে নিন । নিজের না লাগলেও অন্যের কাজে লাগতে পারে ।
– বন্ধু সাতার জানে তাতে কি, বন্ধুকে বাচানো লাগতে পারে তাই নিজেও শিখে রাখুন ।
বাংলাদেশ নদী মাতৃক দেশ । zinius sultana
বাংলাদেশের কয়টা মানুষ সাতার জানে ?
সুইমিং পুলে অহরহ ছবি তুলে ফেসবুকে না দিয়ে একটু সাতার শিখে রাখুন কাজে লাগবে ।
আশা করি এবারের বন্যা আপনাদের এটা বুঝিয়ে দিয়েছে যে শুধু নদীতেই পানি থাকে না ।
নদী ভাঙ্গলে ডুবতে পারে আপনার আমার বাড়িঘর পুরো শহর । ডুবে যেতে পারে পুরো দেশ ।
আপনার দ্বারা কৃত ভিডিও
বন্ধুদের হাজার লাইক কমেন্ট
আপনার মাধুর্যপূর্ণ স্টাটাস কোনটাই কাজে আসবেনা যদি পানিতে পরে সাতার না জানেন ।
বাঙ্গালীর তো আবার ভালো কাজে লজ্জা সরম বেশি ।
Bf gf নিয়ে ঘুরতে লজ্জা লাগেনা
Facebook এ ঘরে বাইরেও ছবি দিতে লজ্জা লাগে না ।
লজ্জা লাগে শুধু কল্পনা করতে যে সুইমিং কস্টিউম কেমন হয় ।
সবচেয়ে বড় লজ্জা হলো কোনো কিছু না জানা ।