পেশা  নির্বাচন  প্রসঙ্গে

পেশা  নির্বাচন  প্রসঙ্গে ৩৭

সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কেন ? পাইলটদের কি সম্মান নাই ? ডিজাইনার, আর্টিস্ট, গায়ক, ক্রীড়াবিদ এসব কি সম্মানের পেশা না ? নাকি এদের আয় ইনকাম খুব কম ?আপনি নিজে ডাক্তার হতে গিয়ে পারেন নি তাই ডাক্তার বানাবেন ছেলেকে ? নাকি নিজে ইঞ্জিনিয়ারিং এ চাঞ্ছ পাননি তাই যে কোন ভাবেই মেয়েকে বুয়েটে ভর্তি করিয়ে নিজের না পাওয়ার দুঃখ ভুলতে চান কোনটি ?
নিজের স্বপ্ন, ইচ্ছা বা ব্যার্থতার জেদ সন্তানদের উপরে জোর করে চাপিয়ে দেবেন না । আপনার সন্তান যা পড়তে পছন্দ করে, যে বিষয়ে তার বিশেষ আগ্রহ আছে, তাকে তাই পড়তে দিন। এখনও যদি মনে করেন সন্তানকে ডাক্তার হতে হবে কারন মাসে অনেক টাকা আয় হবে তবে বলব । ডাক্তার যদি মাসে ২-৫ লাখ ইনকাম করে তবে আমি বলব ঢাকার আমার পরিচিত একজন আছেন যিনি ডাক্তার না হয়ে হাসপাতালের মালিক বছরে ৪ কোটি টাকা ইনকাম তার । অনেক ডাক্তার আছে যারা ৩০ বছর ডাক্তারি করেও কোন বছরে ৪ কোটি আয় করতে পারবে না । আর একজন হেজফান্ড ম্যানেজার বছরে কত যে টাকা আয় করে তা দুনিয়ার অনেক মানুষ আছে যে একসাথে এত টাকা স্বপ্নেও দেখে না ।
ভালো করতে পারলে সব পেশাই ভাল, সুন্দর সম্মানজনক ।
সন্তানকে পড়া ও পেশা নির্বাচনের স্বাধীনতা দিন। তার সৃজনশীলতা বিকাশে পিতা মাতা হিসাবে দরদ নিয়ে পাশে থাকুন।

Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare