প্রতারিত হবার অন্যতম কারন হল “লোভ ৫৬
প্রতারিত হবার অন্যতম কারন হল “লোভ” । আপনি যখনই লোভ করবেন তখনই থেকেই আপনি প্রতারিত হওয়া শুরু করবেন ।
লোভের কিছু নমুনা –
১- মাসে লাখে ৫ হাজার টাকা ইনকাম কোন রিস্ক নাই ।
২- রিক্সাওয়ালা রাস্তায় স্বর্ণের চেন সাথে চিঠি কুরিয়ে পাওয়া যা আসল ভেবে কমদামে সামান্য টাকায় কিনে নেয়া ।
৩- গ্রাম গঞ্জের কোন এক মূর্খ লোকের কাছে কোটি টাকার মূর্তি বা আমেরিকান ডলার আছে যা আসল ভেবে খুব অল্প দামে কিনে নেয়া ।
৪- যেখানে নিজের তেমন কোন যোগ্যতা নাই কিন্তু বিয়ের সময় অপর পক্ষের বাড়ি থাকতে হবে, ফ্ল্যাট বা গাড়ি থাকতে হবে এমন প্রশ্ন তোলা ।
মনে রাখবেন –
১- মাসে এক লাখ টাকার বিনিময়ে রিস্ক ছাড়া আল্লার দুনিয়ায় কেও ৫ হাজার টাকা আয় করে দিতে পারবে না । বিজনেস মানেই রিস্ক আর প্রিথিবির কোন ব্যাংক বা প্রতিষ্ঠানই বছরে ৬০% রিটার্ন দুনিয়ার ইতিহাসে কোনদিন দিতে পারে নাই।
২- রাস্তা-ঘাটে চিঠি সহ আজকাল আর স্বর্ণের বার বা চেন কুরিয়ে পাওয়া যায় না, এখন ফোন মেসেজের জুগ ।
৩- যারা অ্যামেরিকা থাকে তাদের ঘরেও আমেরিকান ডলার পরে থাকে না । আমেরিকান ডলার ভাঙ্গান খুব সহজ সেটা ভাঙ্গানোর জন্য আপনার সাহায্য লাগবে না ।
৪- যোগ্যতার চেয়ে বেশি চাইলে মানুষ রেগে গিয়ে অনেক সময় আপনাকে মিত্তা, প্রতিশ্রুতি ও আশা দেবে । । অবশেষে আপনার ভাজ্ঞে অপমান, খোটা আর লজ্জা ছাড়া কিছুই জুটবে না ।