প্রত্যেক প্রবাসীরাই একেকটা সোনার ডিম পাড়া মুরগী! ৬৯
যতদিন ডিম দেয় ততোদিন পরিবারের সবার কদর পায়।সোনার ডিম পাড়া শেষ হলে যেমনি করে মুরগীকে জবাই দেয়া হয়, তেমনি করে, সেই প্রবাস থেকে ফেরত অাসা ভাইটিকেও অর্থনৈতিক সব অধিকার থেকে বঞ্চিত করে জবাই দেয়া হয়!
আমার জীবনে দেখা শতকরা ৮০ ভাগ প্রবাসীর পরিনাম এমন হয়েছে।
দেশে ফিরে বেচারা বিয়ে করা মাত্রই বাবা মায়ের শত্রু হয়ে যায়। ভাই বোন অন্য নজরে দেখতে থাকে। ভাই বোনের কাছে সেই সদ্য বিবাহিত প্রবাসী ভাইটি আর ভাই থাকে না। পরের মাইয়ার জামাই অথবা ভাবীর স্বামী হয়ে যায়!
কষ্টকে যদি প্রকারভেদ করতে চান, তবে প্রবঞ্চিত প্রবাসীদের কষ্টকে এক নম্বরে রাখুন।
আমার এই কথাটি যদি আপনার বিশ্বাস না হয়, তবে জীবনে অন্তত একবার হলেও দেশের বাইরে একটি বছর কাটিয়ে আসুন।
সর্বশেষ আর একটি কষ্টের তথ্য দেই।
বর্তমানে একজন প্রবাসীর কষ্ট স্বয়ং তার মাও বুঝে না। আপনি ভাই-বোন অথবা বাবা হয়ে আর কতটুকু বুঝবেন!
প্রবাস থেকে ফেরত অাসা এক প্রবাসী ভাইয়ের কাহিনী আপনাদের কাছে শেয়ার করলাম ..
Collected from- alomgir akhi