প্রশ্ন – অখ্যাত ডেলিভের‍ি কম্পানি গুলো কি কি প্রতারনা করে ,  কেন করে,  কিভাবে করে  ?

প্রশ্ন – অখ্যাত ডেলিভের‍ি কম্পানি গুলো কি কি প্রতারনা করে ,  কেন করে,  কিভাবে করে  ?

অন্যান্য ডেলিভেরি কম্পানি গুলো কেমনে যে 50/60/65 টাকায় ঢাকার মধ্যে হোম ডেলিভেরি দেয় ভেবে পাই না । প্রায় 3 মাস হল ShopaEx থেকে বিক্রিত পন্য নিজে লোক রেখে ডেলিভেরি দিয়ে আসছি । প্রতি ডেলিভেরিতে বাস রিক্সা ভাড়া ও বেতন দিয়ে আমাদের গড় খরচ পরেছে 245 টাকা । যদি সাইকেল দিয়ে যোন ভাগ করে ও ডেলিভেরি দেয় একজন লোক গরে 5 টার বেশি ডেলিভেরি দিতে পারবে না । কারন ট্রাফিক এর পরে ও আরও একটা সমস্যা হল  10 মিনিট-একটু বসেন ভাই,

 

কিন্তু ২ ঘন্তাতেও আসার খবর নাই ।   ১ জন যদি ৫ তার জায়গায় ১০ তা ডেলিভারি ও দেয় আর ১০*৫০ টাকা করে নেয় তাইলে দিনে কত টাকা আসে ? ৫০০ টাকা সরবচ্চ । আই ১০ তা দেলিভেরি দিতে পরিবহন খরচ কমপক্ষে ১০০ টাকা হবেই কোন কোন সমায় ২০০ টাকা সাথে দুপুরের লান্স বাইরে কমপক্ষে ৭০/৮০ টাকা  ।   থাক্ল কত ? ১০০+৮০=১৮০-৫০০=৩২০ টাকা *২৬ দিনে মাস= ৮৩২০ টাকা । একজন ডেলিভেরি মানের বেতন কমপক্ষে  ১২ হাজার টাকা দিতে হয় । টো কোম্পানি প্রতি মাসে ১২  হাজার বেতন হলে কম পরবে ১২০০০-৮৩২০=৩৬৮০ টাকা । কোম্পানিতে যদি ১০ জন ডেলিভেরি ম্যান থাকে তাইলে প্রতিমাসে লস ৩৬৮০*১০= ৩৬,৮০০ টাকা । এছাড়া কোম্পানির অফিস, অন্যান্য স্টাফ, মার্কেটিং, কোম্পানি পরিচালনা খরচ বাবদ কমপক্ষে ঢাকায় একটা কোম্পানির লাগবে আরও ১ লাখ টাকা । টো প্রতি মাসে লসের আই ১ লাখ ৩৬৮০০ কই থেকে আসবে ? ঢাকা শহরের ছোট ছোট ডেলিভেরি প্রতিষ্ঠান গুলো আভাবেই চলছে । এরা যখন এভাবে বছর খানেক চলতে থাকে তখন অনেক ঋণের মধ্য পড়ে যায় কিন্তু বাইরে থেকে বুঝা যায় না কারন এরা অনেক অনলাইন শপের ক্যাশ অন ডেলিভেরি করে ফলে হাতে অনেক ক্যাশ টাকা থাকে এরা তখন ভবিষ্যতে লাভের আসায় আই ক্যাশ টাকা থেকে বেতন, অফিস খরচ সহ অন্যান্য খরচ মেটাতে থাকে । ফলে এক বছরের মধ্যেই এ মনে করেন আনুমানিক ২০ লাখ টাকা ঋণের মধ্যে পড়ে যায় ।

বছর সেসে যখন সব কোম্পানি টাকার জন্য চাপ দিতে থাকে তখন এসব কোম্পানি নতুন নতুন অনলাইন সপ খুজতে থাকে এবং আরও বেশি ক্যাশ টাকার যগান দিতে থাকে , ফলে প্রতিষ্ঠা চলতে থাকে কিন্তু ততদিনে ঋণের বোঝা ভারি হতে  থাকে । যখন দেখে অবস্থা খুব খারাপ তখন তারা আরও অনেক বেশি কোম্পানির মাল ডেলিভেরি দেয়ার মাধ্যমে আরও বেশি টাকা হাতে নিয়ে বিজনেস্তা চালু রাখতে চায় কিন্তু পারে না কারন তত দিনে ঋণের পরিমান শুধু  বেরেই যাচ্ছে ।

অবসেসে যখন দেখে অবস্থা বেগতিক তখন সব কোম্পানির পেয়মেন্ত ১৫ দিন বা ১ মাস কষ্ট করে বন্ধ রাখে এবং ডেলিভেরি করতেই থাকে এভাবে ১ মাস ২ মাস দেলিভেরি দেয়ার পড়ে যখন অনেক ক্যাশ টাকা হাতে চলে আসে তখন এসব নাম না জানা কোম্পানি গুলো সেই টাকা নিয়ে আসতে করে গা ঢাকা দেয় । মনে করে তারা  যদি এভাবে ৫০০ অনলাইন শপের ৫০ হাজার করেও ক্যাশ টাকা মেরে দেয় তবে কত টাকা হল ? আড়াই কোটি টাকা । কিন্তু বাস্তবে লস দিয়ে আসলে আই পরিমান টাকা হাতে থাকে না হয়ত ১ কোটি টাকা বড়জোর থাকে বাকিতা বেতন অফিস খরচ করে শেষ ।

অনলাইন শপ এর টাকা মেরে হাওয়া হয়ে গেছে এমন হায় হায় কুরিয়ার কম্পানির কথা আমি নিজে ফেসবুক  এ পরেছি । ডেলিভেরি সেবা নেয়ার সময় ডেলিভেরি চার্জ ই একমাত্র বিবেচ্য বিষয় নয় । আপনার মূলধনের নিরাপত্তাও  বিবেচনা করা উচিত ।

Join The Discussion

Compare listings

Compare