প্রশ্ন – অনেক গুলো  আইডিয়া থেকে কি করে নিজের জন্য  একটি  বিজনেস  খুজে বের করবেন ?

প্রশ্ন – অনেক গুলো  আইডিয়া থেকে কি করে নিজের জন্য  একটি  বিজনেস  খুজে বের করবেন ?

 

কোন আইডিয়া মাথায় আসল আর সাথে সাথে সেই বিজনেস শুরু করা উদ্যোক্তা জীবনের এক মস্ত বড় ভুল । আর আপনাদের যাতে এই ভুলে না পরতে হয় তাই নিচে কিছু উপায় লিখে দেয়া হল ——-

১- যে বিজনেস শুরু করতে চান সেটা লিখে রাখুন এবং যেদিন মনে হবে আপনি এই বিজনেস করতে চান সেই দিন থেকে আগামি ৩ মাস সময় এটা নিয়ে ভাবুন, সেই বিজনেস সম্পর্কে জানুন, বুঝুন ।

 

২। আপনি যে আইডিয়া নিয়া ভাবছেন টা কি আসলে সমাজের কোন সমস্যার সমাধান করবে ? মানুষ কি আপনার পণ্য বা সেবা টাকা দিয়ে নেবে ? যদি সরাসরি টাকা না দেয় তবে আপনি কি করে টাকা আয় করবেন ? যেমন ফেসবুক কিন্তু কোন ব্যাবহার কারির থকে টাকা নেয় না কিন্তু তারা ফেসবুকের বিজ্ঞাপন থেকে টাকা আয় করে । আপনি কি করে টাকা আয় করতে চাচ্ছেন সেটা ঠিক করুন ।

৩। আপনি যে বিজনেস শুরু করতে যাচ্ছেন তার জন্য যথেষ্ট টাকা কি আপনার হাতে আছে ? অনেক দিন কোন লাভ আসবে না ততদিন কি আপনি মার্কেট এ টিকে থাকতে পারবেন  ? আপনি যে বিজনেস শুরু করতে যাচ্ছেন সেই গ্রাহক কি আপনার এলাকায় বা আশেপাশে আছে ? যদি থাকে তারা কারা ? সম্ভব হলে ২/৪ জনের সাথে স্রাসরি একটু আলোচনা করুন ।

৪। আপনার কাজের জন্য দক্ষ করমি আছে তোঁ ? আপনার প্রতিযোগী কারা ? দুই দিন পরে কেউ আপ্নেকে কপি করলে আপনি কি করবেন ? আপনি কি পারবেন সবসময়  সেরা কিছু অফার করতে ? মানুষ কেন এই সেবা শুধু আপ[নার থেকেই নবে ? কন অন্য কথাও যাবে না ? কেন আপনি আপনার বিনিয়োগ নিরাপদ মনে করছেন ? এমন নানা প্রশ্ন করতে থাকুন এবং নিজে সেই প্রস্নের উত্তর খুজুতে থাকুন । দেখবেন অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে যা বাস্তবে কোন কাজের না । সেই আইডিয়া দিয়ে ৫ টাকাও আয় করা যাবে না । বলে হয়ে থাকে আইডিয়ার চেয়েও দামি হল সেই কাজে বাস্তবায়ন ………। আপনি কি সেতার বাস্তবায়ন ঠিক মত করতে পারবেন  ।/?

কমপক্ষে ৩ মাস  মাস উপরের বিষয়গুলো মাথায় নিয়ে আপনার পছন্দের বিজনেস নিয়া তুলনা, আলোচনা, পর্যালোচনা, সমস্যা ো সম্ভাবনা নিয়ে  করুন আসা করি অনেক আইডিয়ার  মধ্য থেকে আপানর জন্য উপযুক্ত ও মানানসই বিজনেস আপনি খুজে পাবেন আর ভুলেও হুট করে আন্দাজে কোন বুজনেস শুরু  করতে যাবেন না ।

Join The Discussion

Compare listings

Compare