প্রশ্ন – অনেক টাকা পয়সা হলে আপনি কি করবেন ?
স্বার্থের দুনিয়া খুব হিসেব করে চলতে হবে । আপনার আশেপাশে যে লোকজন আছে তাদের সবার মধ্য একটা জিনিস কমন সেটা হল সবাই আপনার থেকে টাকা বা সুবিধে নিতে চাইবে – সজা হিসেব । আপনার জীবন ও আপনার টাকার নিরাপত্তা আপ্নাকেই দিতে হবে । এজন্য আমি কিছু সুত্র বা কৌশল বের করেছি আপনাদের জন্য তা প্রকাশ করছি ।
১। কোন নতুন লোকদের সাথে বন্ধুত্ত করবেন না পুরাতন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে চলতে থাকুন ।
২। আপনার টাকা পয়সা বা সম্পত্তির হিসেব কখনই কোন লোকের নিকত প্রকাশ করবেন না ।
৩। কখনও আকা চলবেন না , সবসময় ২/১ জন মানুষ সাথে নিয়ে চলবেন ।
৪। কোন মানুস্কেই অনেক দিন সাথে নিয়ে চলবেন না ২/১ বছর চলার পরে সেই লোককে অন্য কাজে দিন ।
৫। একজন মানুষ আপনার সাথে ৫/১০ বছর চললে সে আপনার সব জেনে যাবে সুতরাং বুঝে নিন ।
৬। কাওকে টাকা পয়সা ধার দিতে যাবেন না , টাকা না দিলে যদি কেউ সম্পর্ক না রাখে তবে সে সম্পর্ক আপনার কোন দরকার নাই ।
৭। যত পারেন নিজের সম্পদ গোপন করে রাখবেন ।
৮। আপনার সম্পদ যত বেশি হবে জিবনের ঝুকিও তত বারতে থাকবে – নিরাপদে থাকুন ।
৯। রাতে চলা ফেরা করবেন না ।
১০। কখন কোথায় যান কাউকে বলবেন না ।
১১। কেউ ফোনে আপনার অবস্থান যান্তে চাইলে এড়িয়ে চলবেন, কখনই বলবেন না কোথায় আছন ।
১২। আশেপাশের লকদের প্রতি করা নজর রাখবেন , মনে রাখবেন আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে কাছের মানুসজন ।
১৩। এলাকার ও দেশের প্রশাসন ও প্রভাবশালী মানুষদের সাথে সুসম্পর্ক রাখবেন ।
১৪। নিজে কোন কাজ করতে যাবেন না, সব সেক্টরে কাজের জন্য ২/৩ জন করে দক্ষ ও নির্ভরশীল লোক নিয়গ দিয়ে রাখবেন ।
১৫। টাকা পয়সা কবরে নিয়ে জেতে পারবেন না – দুশ্চিন্তা না করে সম্পদ উপভোগ করতে থাকুন ।