প্রশ্ন –  আমাদের দেশের লোকজন কেমন খারাপ ? কি কি করে ?

প্রশ্ন –  আমাদের দেশের লোকজন কেমন খারাপ ? কি কি করে ?

” বাংলাদেশে জোর যার মুল্লুক তার ” তাই যে কোন কিছু শুরু করার আগেই খুব ভাল করে ভেবে দেখুন আসলে আপনার কতটুকু জোর ।

১- কলেজের এক প্রফেসর সারা জীবন সঞ্চয় দিয়ে ঢাকায় এক খণ্ড জমি কিনেছিল এলাকার বড় ভাইদের সম্মানি দেয় নাই তাই সে যায়গায় বাসা করা তো দুরের কথা সারের সে যায়গাটাই আর দখলে নাই ।
২- এক তরুণ রিয়েল এস্টেট বিজনেস ম্যান ঢাকা মিরপুরে একটা ৬ তালা ভবন নির্মাণ করতে গিয়ে কম্পানির সব টুকু বিনিয়োগ করেছেন কিন্তু এলাকার বড় ভাইদের ভয়ে শেষ পর্যায়ে নির্মাণ কাজ শেষ করতে পারে নাই । অবশেষে জমির মালিক কে ভবন ছেরে দিয়ে সে এখন অন্য বিজনেস করে ।
৩- বগুড়ায় এক বিজনেস ম্যান ৫ শতক যায়গা কিনেছিল কাগজ পত্র সবকিছুই ঠিক আছে কিন্তু কেনার ৩ বছর দখল থাকলেও এখন আর তার দখল নাই ।
৪- এক প্রবাসী অনেক টাকা আর সপ্ন নিয়ে ঢাকায় আসে এক কোম্পানি গঠন করেছিল এলাকায় সাপোর্ট পাবার জন্য কিছু বড়ভাইকে সাথে নিয়ে ছিল পরে সেই বড় ভায়েরা সেই কোম্পানির জোর করে তাদের নামে লিখে নেয় অই প্রবাসী সব হারিয়ে আবার বিদেশ চলে গেছে ।

দেশে যাই করুন না কেন তার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন । নিজের একটা গ্রুপ বা সার্কেল গোরে তুলুন যাতে কেউ চোখ তুলে তাকালে তার চোখটি তুলে নিতে পারেন আর যদি সেটা না পারেন তবে টাকা ব্যাংক এ রাখেন , কোন বিজনেস প্রোজেক্ট বা বড় কিছু করে লখের চোখে পরার দরকার নাই ।

Join The Discussion

Compare listings

Compare