প্রশ্ন- আমাদের দেশে বিজনেস পরিচালনার ক্ষেত্রে এক নাম্বার সমস্যা কি বলে মনে করেন ?
# যোগাযোগ ব্যাবস্থা ।
# সরকার ।
# লাল ফিতা ।
# ঘুষ আর চাদাবাজি ।
# আমলাতান্ত্রিক জতিলতা ।
# দুর্নীতি, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা ।
# পণ্যর গুণগত মান ধরে না রাখা ।
# বিশ্বাসঘাতকতার আধিক্য। আসে পাশে সব ধান্দাবাজ ।
# কেউ কাওরে বিশ্বাস করেনা। চোর বাটপারে দেশ ভরে গেছে
# অদক্ষ বা দক্ষ লোকের অভাব ।
# সরকার বিজনেস ফ্রেন্ডলি না ।
# বাকি – একবার বাকিতে মাল বা সার্ভিস দিলে টাকা শেষ!
# অস্থিতিসিল রাজনৈতিক পরিবেশ
# অব্যাবস্থাপনা ।
# এই দেশ বিজনেসের না। চিটিং এর জায়গা। কেও কথা রাখেনা।
# রাজনৈতিক ক্ষমতার অপব্যাবহার ।
# ব্যাংক লোনের সুদের হার ।
আসলে সমস্যা থাকবেই । দুনিয়ার সব দেশেই কিছু না কিছু সমস্যা আছে । আমাদের দেশে হয়ত সমস্যা কোন কোন দেশের চেয়ে কম বা বেশি । এখানে যারা কমেন্ট করেছে তাদের মধ্য কেউ কেউ অনেক বড় বিজনেস ম্যান কেউ এবার ছাত্র বা বিজনেস ভালবাসেন কিন্তু নিজে বিজনেস কোন দিন করেন নাই । আমার কাছে এই পোস্ট দেয়ার আগেই যে সমস্যাকে ১ নাম্বার সমস্যা মনে হয়েছিল সেটা হল #বাকি । আমাদের দেশের মানুষ এতই খারাপ যে একবার বাকি নিলে সে টাকা যে ফেরত দেয়া লাগবে টা বেমালুম ভুলে যায় । ২ নাম্বারি কাজ কর্ম কথা বার্তা চিন্তা চেতনায় সবার মগজ ভর্তি । উপরে বাকি ছাড়াও আরও অনেক সমস্যা উঠে এসেছে
***********************