প্রশ্ন – আমি কেন আমার ভাইকে চাকুরি না দিয়ে একটি কারওআসের বিজনেস করে দিলাম ?
আমি অ্যামেরিকান নাগরিক , টাকা পয়সার কোন অভাব আমার নেই । টো আমি যখন আমার নিজের ভাইকে কার অয়াস ও ওয়ার্কশপ দিয়ে দিলাম তখন অনেক লোক আমাকে অনেক কথা বলা বলি শুরু করে দিল ।
টো একদিন আমার এক খুব ঘনিষ্ঠ বঁধু আমাকে খুব করে ধরে বস্ল যে কেন আমি এই কাজ করলাম ? আমার এটা করা আকদম ঠিক হয় নাই । আজক অনেক বলতেই হবে যেখানে আমি পর মানুষকে অনেক উপকার করি সেখানে নিজের ভাইয়ের জন্য কেন এমন করলাম ? কেন ওর জন্য ভাল কিছু করলাম না ? কেন অনে ভাল একটা জব নিয়ে দিলাম না ?
আমি বললাম – আমার ভাই চাকরি করলে বছরে কত টাকা বেতন পাবে ?
বঁধু- মাসে ৩০ হলে বছরে ৩ লাখ ৬০ হাজার ২ নাম্বারি মিলে হয়ত লাখ ৫ টাকা ।
একটা ভাল চাকুরি নিতে ঘুষ লাগে কেমন ? আনুমানিক ১০ লাখ , নাকি ? হা ১০ লাখ টো লাগবেই ।
আমি – আমাদের কার অয়াস থেকে মাসে কত টাকা আসে জানিস ?
বঁধু – না । কতই আর আসবে ? আর টাকা হলেই কি আতার কি কোন সম্মান আছে ?
আমি – অকে তুই চুপ কর এইবার আমাকে বলতে দে – আমাদের কার অয়াস ন ওয়ার্কশপ থেকে প্রথম ৬ মাস তেমন কোন লাভ বাসায় আসে নাই । কোন মত বাজার খরচের টাকা আসত মাত্র । ১ বছর পর থেকে এখন আমাদের অইখানে গারির পার্টস বিক্রি থেকে মাসে আসে প্রায় ৩০ হাজার টাকা , হাওয়া দেয়া মেসিন থেকে আসে প্রায় ১০ হাজার টাকা । গাড়ি ধয়া থেকে আসে প্রায় ১ লাখ টাকা , গাড়ি ধোয়ার পানিতে মাগুর মাছ চাষ করে সেখান থেকে বছরে আসে প্রায় সারে ৩ লাখ মানে প্রায় আরও ৩০ হাজার টাকা । এইবার যোগ করে দেখত মাসে কত টাকা হয় ?
৩০০০০+১০০০০+১০০০০০+৩০০০০ = ১,৭০,০০০/ টাকা । তাইলে ১,৭০.০০০*১২=২০,৪০,০০০/ টাকা । মাসে ড্র লাখ করে ধরলেও প্রায় ১৮ লাখ প্রতি বছর ইনকাম ।
শুধু তাই না আমাদের এই বিজনেসে সামনে ইনকাম শুধু বারতেই থাকবে এবং একসময় আমার ভাই যখন অবসরে যাবে তখন তার ছেলে এমন একটি বিজন্স পাবে যেখানে থেকে মাসে তখন হয়ত ৪/৫ লাখ টাকা ইনকাম হবে । ৩০ হাজার টাকার জব মাসে একসময় ১ লাখ ইনকাম করার সুযোগ হলেও সেই বেক্তি অবসরে এলে তার সন্তাঙ্কে কি সেই জব দিয়ে জেতে পারবে ? তার ছেলেকে আবার ৩০ হাজার টাকা থেকে শুরু করতে হবে । কপাল খারাপ হলে হয়ত সেই ৩০ হাজার টাকার জবও ও পাবে না । এত গেল টাকার কথা এইবার সন তএ সম্মানের কথা বলি ।
আমাদের এলাকায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরিজিবি কি আছে না ? আছে । কিন্তু এলাকায় কোন অনুষ্ঠান হলে বিশেষ অতিথি এরা কারা ? আমাদের এলাকার ধান বেবসায়ি, চালের বাবসায়ি, গুরা ভুট্টা বাবসায়ি । বিজনেসকে ছোট করে দেখার সুযোগ নাই । আমাদের আম্পি সাহেব এলাকায় আসিলেও কিন্তু ইঞ্জিনিয়ার বা ডাক্তারের বাড়িতে যান না, যান কোন এক বাবসায়ির বারিত , যিনি তার আপ্পায়নে হাজার টাকা কহরচ করতে পারবে, যিনি নিরবাচনে এম পি সাহেব কে লাখ লাখ টাকা দিতে পারবে । ৫০ হাজার মাসে কামায় এমন চাকুরি জিবিকে সমাজের উচু তলায় কোন বেইল নাই । চাকুরি জিবিরা সমাজের মাথা না , তারা সমাজের কোন ক্ষমতাশালী কেউ না, সাধারনের মধ্য তাদের সম্মান ও গ্রহন যোগ্যতা থাকলে সমাজের আকেবারে উচুতলায় যেখানে টাকাই সব সেখানে তারা বরই অসহায় । আমি খান্দকার রবি যে এত ক্ষমতা সালি, বলত আমি যদি ৩০ হাজার টাকা মাসের বেতনে জব করতাম সেটা সম্ভব হট ? হতত্না । আমি মাসে আয় করি ৫ লাখ আর আমার মাসে চা কফি খেটে ল;আগে ৩০ হাজার । এইবার তুই বাড়ি যা । আমি চায়ের বিল দিয়ে দিচ্চি । কালকে আসিস আবার কথা হবে এই খানেই এই চায়ের দকানেই । পরের দিন আমি আবার সেই চায়ের দকানে গিয়ে বসে ছিলাম কিন্তু বঁধু আমার সেদিন আর আসে নাই ।